![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরম করুনাময় মহান আল্লাহতায়ালা মেহেরবানিতে অনেকদিন পর লেখছি আপনারা আমার জন্য দোয়া করবেন। মহান রাব্বুল আলামীন মাটি থেকে আদম আঃ বিবি হাওয়া কে সৃষ্টি করলেন আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব সৃষ্টি করলেন। সাথে বেহেস্তে অবস্থানরত আদম হাওয়াকে একটি শর্ত জুড়ে দিলেন। বললেন ঐ গন্দম খাওয়া নিষেধ। কিন্তু ইবলিস শয়তানের প্ররোচনায় তারা গন্দম খেয়ে নিলেন। ব্যাস হয়ে গেলো বেহেস্তে বর্জ্য ব্যাবস্থাপনা না থাকায় তাদের কে পৃথিবীতে পাঠিয়ে দেয়া হলো। এখন পৃথিবীতে মানুষ ৭০০কোটির অধীক। তার উৎপাদিত বিভিন্ন দুষিত বর্জ্য অপসারনে উন্নত বিশ্ব পর্যন্ত হিমশিম খাচ্ছে। আমরা প্রতিদিন শরির থেকে অনেক কিছু নির্গত করি। নাকে সর্দি, কানে খৈল, চোখের পেসরা, থুতু, প্রসাব, টয়লেট এমনকি শরির হইতে নির্গত যে ঘাম একবার কাপড় ভিজে গেলে দ্বিতীয়বার না ধুয়ে ব্যবহার করা যায় না। আমরা প্রতি নিয়ত পৃথিবীকে দুষিত করে যাচ্ছি। মুখের কথা তার সাথে বের হয় দুর্গন্ধ, বাজে কথায় হয় শব্দ দুষন। আপনার চলার পথে যে ডাস্টবিন দেখছেন দুূর্গন্ধ ছড়াচ্ছে,নাকে দম বন্ধ করে এগিয়ে গেলেন, তা কিন্তু ৪/৫ ঘন্টা আগে আপনার আমার মতোই কেউ না কেউ ফেলে গেছে। আমাদের এখন শপথ নিতে হবে পৃথিবীর বিদায় ঘন্টা বেজে গেছে আর সময় নাই। যে অল্প সময় আছে আমাদের সবাইকে হাত লাগাতে হবে। আবর্জনাকে ভালোবাসতে হবে। আমরা অল্প অল্প করে যে আবর্জনা ডাস্টবিনে ফেলে দেই তা জনা কয়েক সুইপারের পক্ষে সংগ্রহ বা পরিবহন করা সম্ভব নয়। আমাদের সবাইকে কাজে নেমে পড়তে হবে। কাধে কাধ, হাতে হাতে, মসজিদের ইমাম থেকে শুরু করে সুইপার পর্যন্ত সবাইকে এই কাজে শামিল হতে হবে। পরিবর্তনের আশ্বাস পাওয়া যাচ্ছে, আমরা কাউকে পাল্টানোর দায়িত্ব নেই নাই। তবে নিজে পাল্টে যাবো, নিজে পাল্টালেই না পাল্টে যাবে বাংলাদেশ। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আপনি পাল্টে যাবেন তো। আমরা শপথ নেব পাল্টে যাবার। বাড়ীর সবাইকে নিয়ে, কমলমতি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে, সেই অভিভাবকদের নিয়ে। স্কুল শিক্ষকদের নিয়ে। পথে ঘাটে, খালে বিলে, ড্রেনে, কোথাও আবর্জনা ফেলবো না। আমরা এমন একটা সিস্টেম গড়ে তুলতে চাই যেখানে কোন ডাস্টবিনের প্রয়োজন পড়বে না। বিষয়টা একটু অবাক করা ঠিক তাই নয় কি? জ্বী জনাব আমরা ঠিক তাই করতে চাই।
©somewhere in net ltd.