![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন ধরে যাচ্ছে তাই লিখে সামুর সাথে একটা সম্পর্ক গড়ে তুলে অনেক লেখকের লেখা পড়ে নিজের উন্নতি করার চেষ্টা করছি। মধ্যখানে অনেকদিন ব্লগে না ঢুকলে ও আমার আইডি সহি সালামতে আছে। দু একদিন লিখেছি কিন্তু নব্য ব্লগারদে কোন আগ্রহ না দেখে আবার অফমুডে চলে গেছি। সামু আমার পরিসংখ্যান দেখাচ্ছে ৭ বছর ৬মাস কিন্তু আমার আর্কাইভ থেকে একটা তথ্য সংগ্রহের প্রয়োজন ছিল কিন্তু ২০০৮ ইং প্রথম কয়েক মাসের লিখা প্রদর্শিত হচ্ছে না। তারপর ইদানিং তথ্য বহুল ছবি সহ পোষ্ট দিতে আগ্রহি কিন্তু তা সম্ভব হচ্ছে না। আমার সাথে আরো অনেকেই ব্লগে লিখা শুরু করেছিলেন কিন্তু বিশেষ রাজৈতিক কারনে উনারা এখন ব্লগে লিখেন না। সামু ব্লগ নতুন লিখক সৃষ্টিতে যুগান্তকারী পদক্ষেপ প্রশংসার দাবী রাখে। আমি অনেকদিন লিখার পরও মনে হচ্ছে সামু ব্লগ আমাদের লিখার মান উন্নত করার জন্য কিছু পদক্ষেপ নেয়া জরুরী ছিল। তবে সময় শেষ হয়ে যায়নি। আপনারা কিছু কর্মশালা আয়োজন করে আমাদের লিখার ভুলগুলো শোধরানো সহ বিষয় কেন্দ্রিক লিখা উপর গুরুত্বারোপ জরুরী। সামু ব্লগের এই অবদান যুগ যুগ ধরে আমাদের সমাজে সুস্থ ধারার লিখক তৈরীর কারিগর হিসাবে কাজ করে যাবে বলে আমি বিশ্বাস করতে আগ্রহী।আমি মফস্বলে থাকি কিন্তু বিশ্বায়নের এই যুগে আমি বিচ্ছিন্ন নই। আমি আশা করবো আমাদের লিখার মান উন্নত করতে আপনার কার্যকরি ভুমিকা পালন করবেন।
২| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: একমত। তবে চর্চার বিকল্প নেই। আপনি লিখতে থাকুন।
ধন্যবাদ হামীম।
৩| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৯
হামীম বলেছেন: সহমত এবং অনুপ্রেরনার জন্য ধন্যবাদ, আমি মোবাইল থেকে লিখছি। তথ্যবহুল ছবি আপলোড করতে পারছি না।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১২
চাঁদগাজী বলেছেন:
লিখতে থাকুন, সব ঠিক হয়ে যাবে।