![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভুমিকম্পের আগাম সতর্কতার কোন বিষয় না থাকলেও, মার্কিন জিওলজিজ্যাল সার্বেটিম তাদের স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য ডাটা বিশ্লেষন করে আগাম ভুমিকম্পের ধারনা দিতে পারে। মাটির নিচে এবং সমুদ্রের গভীরে তাদের অনেক সেন্সর আছে। তাছাড়া তেলগ্যাস কুপে কর্মরত বিশেষজ্ঞরা বাড়তি চাপ অনুভব করে একটা ধারনা গ্রহন করতে পারেন। কিন্তু সঠিক নির্ভুল তথ্য দেয়া সম্ভব নয়। আতংকিত হওয়ার কিছু নাই। ভুমিকম্প হলে আমাদের কিছু করনিয় আছে। যেমন তাড়াহুরো করে ঘর থেকে বের হতে যাবেন না। তাতে অনেকের স্ট্রোক হতে পারে। ভুমিকম্পের সাথে সাথে ভবন ধ্বসে পড়বে না। আপনাকে মহা সড়কের একপাশে দাড়িয়ে থাকতে হবে। মহাসড়কের একপাশ জরুরী যানবাহনের জন্য উম্মুক্ত রাখতে হবে। সবাই ভুমিকম্প পরবর্ত্তী অবস্থার জন্য কিছু পানি, শুকনা খাবার এবং কিছু জরুরী ঔষধ, পানি বিশুদ্ধ করন ঔষন সংগ্রহে রাখতে পারেন। জরুরী সময়ে মোবাইল নেট ওয়ার্ক কাজ করবে না। তাই নিজেকে সামলে নিয়ে আগামীতে কি করনিয় পরিকল্পনা করুন। মোবাইলে কারো সাথে যোগাযোগের চেষ্টা না করে। প্রস্তুত থাকুন যেকোন অবস্থান এবং পরিবেশের সাথে খাপ খাওয়াতে।
©somewhere in net ltd.