নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

হামীম

আমি কাঙ্গাল জানিয়া বাবা , একজনের দরিশনের অপেক্ষায় ।

হামীম › বিস্তারিত পোস্টঃ

""""" আমি ডাস্টবিন বলছি """""undefined

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩৮

আমি ডাস্টবিন বলছি, আমি মানব সভ্যতার কতটুকু কাজে আসতে পেরেছি জানিনা। আমাকে আমার কাজকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের অবহেলায় আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি নিতে যাচ্ছি। সরকার আমাকে আর রাস্তার পাশে ভাঙ্গা অবস্থায় উপচে পড়া আপনাদের দেয়া উপহার নেয়ার নতুন পদ্ধতি তৈরী করছেন। শুনেছি সুদুর আমেরিকায় নাকি রোবর্ট দিয়ে মানুষ সৃষ্ট পন্য পরিবহনের কাজ করবে। আমাদের দেশেও নাকি বড় বড় মোটর সংযোজন করে প্রতি বাসা থেকে বর্জ্য অপসারনের কাজ শুরু হচ্ছে। খুব ভালো উদ্যোগ সব বর্জ্য একাস্থানে রেখে বায়োগ্যাস এবং তা থেকে বিদ্যু্ৎ উৎপাদন করা হবে। সেই বিদ্যুৎ দিয়ে চলবে বড় বড় মোটর গুলো। আমি জানি আপনারা শহরের নাগরিকরা উন্নত থেকে আরো উন্নত হবেন। আমি একদিন ইতিহাস হয়ে যাবো। কিন্তু আমার খুব দুঃখ হবে তাদের কথা ভেবে যারা রাতের অন্ধকারে আপনাদের উচ্ছিষ্ট খাবারের লোভে আমার কাছে আসতো কুকুর এবং মানুষ ক্ষুধার যন্ত্রনায় খাদ্য ভাগাভাগি করে নিত। আমার কারনেও মানুষজাতীর উপকারের পাশাপাশী ক্ষয়ক্ষতি হয়েছে। খাদ্য সংগ্রহ করতে যেয়ে ২৭ মার্চের প্রথম আলো পত্রিকায় দেখতে পেলাম মা ও শিশু চট্রগ্রামে ডাস্টবিনে থেকে উচ্ছিষ্ট কুড়ানোর সময় চলন্ত ট্রাক তাদের উপর উঠে যায় এবং তৎক্ষনাত প্রাণহানি সংগঠিত হয়। অনেক কুকুর ডাস্টবিন থেকে মুরগীর ভরল, খাসি গরুর ভরল রাজপথে নিয়ে গিয়ে কুকুর গুলো ঝগড়া শুরু করে দেয় এই টানাটানির কারনে অনেক সময় গাড়ীর চালক বিভ্রান্ত হয়ে সড়ক দুর্ঘটনার মতো মর্মান্তিক ঘটনা আমাদের দেখতে হয়। এই জন্যে আমাকে বিতারিত করে হলেও আপনারা মানবজাতী সুস্থ সুন্দর পরিবেশে বসবাস করুন। এই প্রত্যাশায় আপনাদের নাক শিঠকানো দুর্গন্ধময় ডাস্টবিন।undefined

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ২:১৬

ভক্সকরবেট এমেলিওন বলেছেন: :)

২| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ২:১৭

চাঁদগাজী বলেছেন:


আপনি ডাস্টবিন? ভালো, বলতে থাকেন; বলা বন্ধ করার দরকার নেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.