নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকার পথে চলতে চলতে লিখে যায়। ঢাকার ছড়া, মিঠে কড়া। আর আছি একটা On-line পত্রিকার সাথে নাম www.valokhabor.com

হানিফুর রহমান হানিফ

ঢাকার ছড়া মিঠে কড়া, লিখি শুধু ঢাকার ছড়া ।।

হানিফুর রহমান হানিফ › বিস্তারিত পোস্টঃ

ঢাকায় ঘটকালির ব্যবসা

১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

নিয়ে অফিস ঢাকার বুকে
ঘটকালি কেউ করছে বসে।
শত শত ছবির ঘটা
সাথে তাদের বায়োডাটা।
পাত্র চাই, পাত্রী চাই?
তাতে কোন সমস্যা নাই।
ফর্সা, স্লিম, সুন্দরী
পড়ছে মেয়ে ডাক্তারী।
শ্যামলা মেয়ে শিল্পপতির
চালাক চতুর বুদ্ধিমতি।
ধনি বাবার কালো মেয়ে
যৌতুক পাবে করলে বিয়ে।
সুন্দর ছেলে ব্যারিষ্টার
বাবার আছে বড় কারবার।
ছেলে থাকে আমেরিকায়
ইঞ্জিনিয়ারও আছে হেথায়
চুক্তি করে কমিশনে
ঘটকালি হয় এখানে।
পত্রিকায় দিয়ে বিজ্ঞপন
পাত্র-পাত্রী করে আকর্ষণ।
লন্ডনি কন্যা ঢাকায় আছে
বিয়ে করবে তাই এসেছে।
বিয়ে করে কদিন পরে
নিয়ে যাবে সাথে করে।
সহজ-সরল পাত্র চাই ?
যোগাযোগ করুন এই ঠিকানায়।
যাওয়ার পরে মেয়ে দেখিয়ে
পছন্দ হয়েছে তাই শুনিয়ে।
টাকা বাগিয়ে নিয়ে পরে
উধাও হবে দুদিন পরে।
ঘটকালির নামে প্রতারনা
চলছে ঢাকায় আর থামে না।
০০০

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৪

হানিফুর রহমান হানিফ বলেছেন: ধন্যবাদ

২| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৬

চ্যাং বলেছেন: হাঃ হাঃ হাঃ :#)

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৫

হানিফুর রহমান হানিফ বলেছেন: ধন্যবাদ

৩| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৪

rifat321 বলেছেন: খুব ভাল :-) :-) :-)

৪| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৬

হানিফুর রহমান হানিফ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.