![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকার ছড়া মিঠে কড়া, লিখি শুধু ঢাকার ছড়া ।।
এই ঢাকাতে দুপুর হলে
ভাত ভরা বাটির থলে।
কারখানা, দোকান, অফিসে,
সাপ্লাইয়ার নিয়ে এসে।
বিক্রী করে দুপুরের খাবার
জায়গায় বসে সারা যায় আহার।
বাড়ীতে বসে রান্না করে
খাবার সব বাটিতে ভরে।
আগে থেকে অর্ডার নিয়ে
ক্রেতার কাছে যায় দিয়ে।
কর্মকর্তা, কর্মচারী
করে যারা দিন মুজুরী।।
লেবার শ্রমিক হকার
সবাই খায় এ খাবার।
০০০
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১০
হানিফুর রহমান হানিফ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
২| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০১
লেখোয়াড়. বলেছেন:
হে হে হে হে বাটির কবিতা!!
চমতকার বিষয়।
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১১
হানিফুর রহমান হানিফ বলেছেন: ভালো লাগলো
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৪
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ