![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকার ছড়া মিঠে কড়া, লিখি শুধু ঢাকার ছড়া ।।
কাছাকাছি আসেন ভাই
গোল হয়ে দাড়ান।
বাচ্চারা থাকতে নাই
পকেটটা সাবধান।
এইবার দেখবেন
আজব এক ছবি
কাছাকাছি থাকবেন
শোনেন আমি যা বলি।
এই নারী পুরুষ খেকো
চোখ, কান খুলে দেখ।
তার চেয়েও আছে এক মর্দ
বের করে গল্পের ফর্দ।
যদি চাও মর্দামি
ঔষধটা খুব দামি।
ভয় পবে বউয়ে
থাকবে না নুইয়ে।
পেট ব্যাথা, আলসার,
পিঠ ব্যাথা, ক্যান্সার,
কুষ্ট রোগ, ফাইলেরিয়া,
আমাশয়, ডায়রিয়া,
গণোরিয়া, সিফিলিস
গোপন রোগ ফিস ফিস।
সব রোগ সারবে
যমও হারবে।
শুধু বুদ্ধিমান নিবেন
বোকারা ঠকবেন।
হাক দেন জায়গায় দাড়িয়ে
যাবে ঔষধ পৌছায়ে।
হাতে হাতে টাকা নিয়ে
দাড়ান দিল খুলে।
টাকাটা পানিতে গেল
এই নিয়ে বোধ।
নিয়ে যান জিবনের
এই মহা ঔষধ।
ফুটপাতে বসিয়ে মজমা
সাজিয়ে ট্যাবলেট, হালুয়া, খুরমা।
বেচে যায় ধুরন্ধর হকারে
আম আদমি পড়ে খপ্পরে।
------------------------
১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১১
হানিফুর রহমান হানিফ বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ। তাই ভাবছি আগামিকাল আর একটা পোষ্ট করব।
২| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৩
কিরমানী লিটন বলেছেন: দারুণ ছান্দসিক- অসাধারণ...
১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
হানিফুর রহমান হানিফ বলেছেন: আপনি যেহেতু বলেছেন। ভালো লাগলো ।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫১
ফুল বানু বলেছেন: কবিতার রসটুকু উপভোগ করলাম , মজাই লাগলো ।