নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকার পথে চলতে চলতে লিখে যায়। ঢাকার ছড়া, মিঠে কড়া। আর আছি একটা On-line পত্রিকার সাথে নাম www.valokhabor.com

হানিফুর রহমান হানিফ

ঢাকার ছড়া মিঠে কড়া, লিখি শুধু ঢাকার ছড়া ।।

হানিফুর রহমান হানিফ › বিস্তারিত পোস্টঃ

গাঁজা

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০১

অলিগলি গাছতলা
ফাকা মাঠ খোলামেলা।
বাসাবাড়ী চিপাচাপা
কথা নয় মিছে ফাঁপা।
গাঁজা খায় গাঁজা খোর
চোখ দুটো ঘোর ঘোর।
বিশ টাকায় একটা পুরিয়া
সিগারেটের তামাকটুকু ফেলিয়া।
হাতে ডলে বানিয়ে মিক্সার
নতুন ষ্টিকে ভরে আবার।
তাতে ধুমছে দেয় টান
জগৎটা উড়ে যেন খান খান।
বুড়া, যুবক আর যুবতী
সোহাগী, কপোত কপোতি।
কি নেশায় মেতেছে তারা
স্বর্গের সুখে আত্মহারা।
কেউ খোজে সাঁইজিরে
খোজে কেউ নিজেরে।
মাতে কেউ ভক্তি গানে
কেউ শুধু শুধু টানে।
ধোয়া ওড়ে মন ওড়ে
নিজেকে যায় ছেড়ে।
বুঁদ হয়ে গাঁজাতে
বেশ ভালো, এই বেঁচে থাকাতে।
------------ ০ --------------

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০০

মোঃ খুরশীদ আলম বলেছেন: কখনো টেনে দেখেছেন কি ?

২| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২০

হানিফুর রহমান হানিফ বলেছেন: ঘ্রাণ তো নিয়েছি। ঘ্রাণেই অর্ধ ভোজন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.