![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোধূলি!!
আচ্ছা তোকে আমার এতো পছন্দ কেন?
জানিস কেমন জানি তুই!একেবারে অন্যরকম।
অন্ধকারো না,আলোও না,আলো
আঁধারের এক অদ্ভুত বন্ধনে বসবাস তোর।
তোকে ভালোলাগার পেছনে কি এটাই
কারন নাকি অন্য কোন কারন আছে..হুম?
না একদমি না জানিস তোর সাথে আমার
জিবনের অদ্ভুত এক মিল আছে।তোকে ঘিরে
আছে আমার জীবনে ঘটে যাওয়া এক সর্বনাশী ঘঠনা।এই রকম একটি
মূহুর্তেই আমি আমার স্বাভাবিক চলাচলের
বিনিময়ে আপন করে নিয়েছি
অস্বাভাবিকতা,ভাবতে শিখছি,শিখছি
ভালোবাসতে,মিস করতে,অপেক্ষা করতে
এমন কি কষ্ট কি জিনিস সেটা বুজতে,
আচ্ছা বলতো,,,
কতো সহজে বনের পাখি খাঁচায় পোষ
মানে,মনের পাখি কেন মনের সাথে একটুও
আপোষ করে না।
মনের সাথে মন জড়ালে কি ভালোবাসা
পাওয়া যায়।হাজার অপেক্ষায় থাকলেও
কি তার দেখা পাওয়া যায়,তার সঙ্গী
হওয়া যায়।
নিউটন বলেছিল-ঘাতের
বিপরীত নাকি প্রতিঘাত থাকে।তাইলে
পরে ভালোবাসার বিনিময়েতো
ভালোবাসাই থাকার কথা ছিল কিন্তুু
আমার ক্ষেত্রে কেন সেটা ভিন্ন রুপ নিল।
হয়তো খুব ভালোবাসি বলে তাই না??
আরে চারপাশ দেখি অন্ধকার হয়ে আছে!
আরে ও গোধূলি গেলি কোথায়?আমারতো
আরো অনেক কথা বাকি। দূর!!! তুইতো দেখি
আমার ভালোবাসার মানুষটার মত ক্ষনিকের
জন্য এসে আমায় ভাবনার সাগরে ভাসিয়ে
দিয়ে হারিয়ে যাস,,,
©somewhere in net ltd.