নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হানিফ ওয়াহিদ

হানিফ ওয়াহিদ › বিস্তারিত পোস্টঃ

গোধূলী.!!

১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২৮

ওগো কিশোরি, কোন গাঁয়ের গো তুমি
হাটিলে যে পথ দিয়ে,বাদলদিনে-
একটু জল দেবে? হয়েছে মরুভূমি!
একি,রাগিল কেন গো তুমি!
বর্ষা নামিলো দেখি ও দু'টি আঁখি!

তুমি কি শশী! গোধূলী নামিলো সাঁঝবে বলে
সেতারা গুলো চেয়ে আছে তোমার পাণে!
আমি গোধূলী হবো,তোমার জন্যে,
লুকায়ােনাগো কিশোরী,
দেখা দিয়ো মোরে!

প্রভাত বেলা জাগিলো তোমায় দেখে
তুমি কি দিবাকর!
বর্ষা হয়ে আনিলে শাপলা,
দেখি আমি নয়ন ভরে একলা!

দক্ষিণা হাওয়াতে দোল খায় কেশপুন্জু
তাহার মাঝে রাখিলা,একটি পদ্মপুষ্প!
দু'টি আঁখি,দেখি ভাবি,কোন গগনের সেতারা!
যেয়োনাগো তুমি,
দেখিবো আমি,সন্ধার তারাঁ!

তুমি চন্দ্রিমা, লোকে বলে
কোন গগনের হইলে!
আমি আসিবো দেখিতে তোমায়
ঢাকিও না মেঘে!
ওগো তুমি চন্দ্রিকা চড়াবে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.