![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিমুল মুস্তাফার আবৃতি ভালোলাগে, ভালোবাসি ঘুরতে । চাকরি ভালোলাগেনা যদিও সেটাই করি ।
ক্রিকেট সম্পর্কে নূন্যতম খোজ খবর যারা রাখেন তারা সবাই জানেন টাকার জোরে আই সি সি কে পুরোপুরি নয়ন্ত্রন করে বি সি সি আই, এরা এতটাই গোয়ার যে নিজেরা ক্রিকেটের জন্য কোন অজনপ্রিয় সিস্টেম বের করতে পারলে সেটা কার্যকর করার জন্য মরিয়া প্রচার চালায় অথচ ডি আর এস ( ডিসিশন রিভিউ সিস্টেমে ) এর মত জনপ্রিয় সিসটেম কিংবা খেলোয়ারদের ডোপ টেস্টের মত গুরুত্বপুর্ণ ব্যাপারগুলো তাদের বাধায় কার্যকর করতে পারছেনা আই সি সি।
আজকাল আই সি সি কে অনেকেই ব্যঙ্গ করে ডাকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে সিদ্ধান্তগুলো তারা যেভাবে নেন তাতে এই নামটাই পারফেক্ট।
লাক্সমান শিবারামাকৃষ্ন আর শারদ পাওয়ারের কাহিনি কমবেশি সবাই জানেন।
দাদা সৌরভ গাঙ্গুলি বেশ কয়েক বছর পূর্বে আবিষ্কার করে বসেছিলেন টেস্ট ক্রিকেটে দুইটা স্তর চালু হোক, ছোট দল গুলো নিয়ে স্তর-২, আর বড় দল গুলো নিয়ে স্তর-১।
ক্লিক করুন
একবারও তার মাথায় আসেনি এমন চিন্তা যদি অষ্ট্রেলিয়া আর ইংল্যান্ড করতো ক্রিকেটের জন্মের কিছুদিন পরে তাহলে তারা আজ কোথায় থাকতেন?
ভাবখানা এমন, ভিড় ঠেলে বাসে উঠে যেতে পেরেছি এখন দরজায় দাড়িয়ে অন্যদের প্রবেশ আটকাবো।
বর্তমানে সেই দাদা কর্তৃক আবিষ্কৃত সেই কথিত ফর্মূলা বাস্তবায়নে মরিয়া ভারত।
এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপ বাংলাদেশে রাখতে ভারত যে সমর্থন দিয়েছে তার প্রতিদানে এখন বিসিবিকে বলছে তাদের এফ টি পি কে সমর্থন দিতে।
আর্ন্তজাতিক ক্রিকেটে ভারতের যে প্রভাব তাতে বিসিবির জি হুজুর বলা ছাড়া কিছু করার নেই। ভারত অবশ্য বিসিবিকে লোভ দেখাতে ছাড়েনি যে এতে বাংলাদেশ লাভোবান হব।
ক্রিক ইনফোতে এই সিস্টেমের পক্ষে বিপক্ষে পোস্ট দেখছি। কি হয় দেখা যাক।
ক্লিক করুন
ক্লিক করুন
এ সম্পর্কিত প্রথম আলোর লিংক ক্লিক করুন
।
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪
সাইলেন্স বলেছেন: তার মানে আপনি বেশ ভালো ফুটবলার ছিলেন কারন ঐ সময়কার ৫ টাকা মানে অনেক টাকা।
আমার অবশ্য ক্রিকেট বেশি ভালো লাগে, বাংলাদেশের ম্যাচ হলে তো কথাই নেই।
২| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫০
পাঠক১৯৭১ বলেছেন: ওহ, আসল কথা: ক্রিকেট খেলা এখন অর্থনৈতিক কর্মকান্ড ও ফাইন্যান্সিং এর সাথে যুক্ত; ফলে, নিয়ম ফাইন্যান্সের নিয়ম মেনে চলবে।
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯
সাইলেন্স বলেছেন: ফাইন্যান্সের নিয়ম মেনে চলবে এই কথাটা মানতে পারলাম না।
তাহলে টেস্ট ওয়ানডে বাদ দিয়ে শুধু টি ২০ খেলতে হবে সময় কম লাভ বেশি।
আসল সত্য কথা হল ক্রিকেট নিয়ে চরম বাণিজ্য শুরু করেছে ভারত, তারা চাচ্ছে না আমরা আরো উন্নতি করি।
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮
পাঠক১৯৭১ বলেছেন: আমি নিজে ফুটবল খেলতাম স্কুল টিমে(জোন কম্পিটিশনে) ও বাইরে ৫ টাকার ভাড়াটিয়া খেলোয়াড় (১৯৬৬-১৯৬৯) হিসেব। ক্রিকেট খেলিনি, দেখেও আনন্দ পাইনা; বাংলাদেশ টিমের আন্তর্জাতিক খেলা দেখি।