![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিরা ব্যবহৃত হয় --
বারবার; যেমনি ব্যবহার করো তুমি--
রোজ তোমার খোলা চুলে সুগন্ধি শ্যাম্পু
কিংবা ছোট্ট চুলের ক্লিপ , লালটিপ
তেমনি ব্যবহৃত হয় অজান্তে -
কবিরা ব্যবহৃত হয় বারবার ।
কবিরা ব্যবহৃত হয় ফাল্গুনে - শরতে
কবিরা ব্যবহৃত হয় বৃষ্টির ফোটার মতো তোমার কপোলে '
কবিরা ব্যবহৃত হয় একটি খোলা দরোজায় --
যার চৌকাঠে তুমি থমকে দাড়িয়েছিলে অবাক বিস্ময়ে ।
কবিরা ব্যবহৃত হয় তোমার অজান্তে
ছুটে চলা বাসের খোলা জানালায় --
তোমার একটি হাসির ঝংকারে কবিরা বিক্রী করে দেয় জগত সংসার
ঠোটের ছোট্ট তিলটার জন্য কবিরা হয়ে যায় আজন্ম বিবাগী
কিংবা খোপায় গোঁজা লাল কৃষ্ণচূড়ার রঙে
ক্ষতবিক্ষত হয় অসংখ্য হৃদয় --- তুমি জানো না
কবিরা বড্ড অসহায়
কবিরা নি:স্ব
তারা তো সর্বস্ব হারিয়েই ফেলেছে সেই কবে প্রথম কবিতা লেখার দিনে ।
২| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৬
এহসান সাবির বলেছেন: বেশ....
৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৮
টুম্পা মনি বলেছেন: ভালো লাগল।
৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ !
৫| ০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:২৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
বেশ ভাললাগল +++++
৬| ০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কবিরা বড্ড অসহায়
কবিরা নি:স্ব
তারা তো সর্বস্ব হারিয়েই ফেলেছে সেই কবে প্রথম কবিতা লেখার দিনে ।
ভালো লাগলো কবি।
৭| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো কবিতা।।
৮| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৬
চানাচুর বলেছেন: সুন্দর!
৯| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৮
ধূর্ত উঁই বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কবিরা বড্ড অসহায়
কবিরা নি:স্ব
তারা তো সর্বস্ব হারিয়েই ফেলেছে সেই কবে প্রথম কবিতা লেখার দিনে ।
১০| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০
হনলুলু বলেছেন: সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না
১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯
মেঘ মেয়ে বলেছেন: কবিতা সুন্দর। ছবিটাও সুন্দর।
১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হা হা হা !!!
সুন্দর হয়েছে।
১৩| ২৪ শে মে, ২০১৪ রাত ১২:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সামহোয়্যারইন ব্লগের ‘কবিব্লগারদের স্ব-নির্বাচিত শ্রেষ্ঠ কবিতা’ নামে একটা সংকলন পোস্ট তৈরি করছি। আপনার অংশগ্রহণ এ পোস্টকে মূল্যবান করে তুলবে।
ফেইসবুকে আমরা মনে হয় কানেকটেড না। ফেইসবুকে এ ব্যাপারে বিস্তারিত বর্ণনা করা আছে।
সম্ভব হলে আমাকে প্লিজ এ্যাড করুন।
শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫
শেরজা তপন বলেছেন: কবিরা ব্যবহৃত হয়...