![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের কথা গেল ফুরিয়ে
মেঘগুলো পারাপারে হারিয়ে-
তখন সন্ধ্যে সবে জানালায়'
দূরে শুধু মৃদু নদী বয়ে যায়
ঝাউবনে হাওয়া এসে শনশন
কথা শেষে পাশাপাশি কিছুক্ষন --
এসো বসি এই বেলা চুপচাপ
এখনি জ্বলবে তারা টুপটাপ ।
২| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১:১১
ভ্রমরের ডানা বলেছেন: খুবই মজার পেয়ার গুলো। অসাধারণ লাগলো।
৩| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:০০
শায়মা বলেছেন: খুব সুন্দর!!!
৪| ২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৪
আউলা বলেছেন: কি মনে করে আপনারা ব্লগে চলে আসেন ঠিক বুঝি না!
২৬ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪২
হনলুলু বলেছেন: এইবার নিতে হবে অবসর ।
৫| ২৬ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে। অন্তর্মিল গুলো অসাধারণ লেগেছে। যদিও বুঝি না।
৬| ২৪ শে মে, ২০১৫ রাত ১২:৫২
সুলতানা রহমান বলেছেন: খুব সুন্দর ছবি।
যদিও বা লাইনগুলোতে দুজনের কথা আছে।
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১৬
মানুষ বলেছেন:
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫৫
হনলুলু বলেছেন: কতোদিন পর আমার ধারনা ছিলো আপনারা কেউ সামুতে আসেননা এখন
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৫ রাত ৩:০৭
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর