নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষের শুরু

প্রত্যেকে মোরা পরের তরে

প্রাচীন মানব

তারপরেও আমি আশাবাদী

প্রাচীন মানব › বিস্তারিত পোস্টঃ

সাধু সাবধান

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪০

সব জায়গায় অসহনশীলতা। কি পাবো সেটা না ভেবে কি পাবো না তা নিয়ে চিৎকার। "আমিতেই" সীমাবদ্ধ সব কিছু, কিছুই হবে না যতদিন "আমরা" তে না আসব। "আমি কি হনুরে"-হবে না, হতে হবে আমরা কি হনুরে। নিজেকে কারো স্বার্থসিদ্ধির হাতিয়ার করছি নাতো? সাধু সাবধান।



নবী করীম হযরত মুহাম্মাদ (সাঃ) তাঁর বিদায় হজ্জের ভাষণে বলেছিলেনঃ



"ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। এতদ্বিষয়ে সীমা লঙ্ঘনের কারণে তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধ্বংস হয়ে গেছে। মনে রেখো! তোমাদের সবাইকেই আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। তাঁর কাছে এসব কথার জবাবদিহি করতে হবে। সাবধান, তোমরা আমার পরে পথভ্রষ্ট হয়ে যেয়ো না, খোদাদ্রোহী হয়ে পরস্পরে রক্তপাতে লিপ্ত হয়ো না।" সুত্র- wikipedia.org



এখানে দুই পক্ষের জন্যই রয়েছে বিশেষ নির্দেশনা। তাই আসুন সবাই সহনশীল হই এবং ধৈর্য ধারন করি। নজর দেই মানব সেবায় তাতেই মনে হয় আল্লাহ্‌ পাক সবচে খুশি হবেন বলে আমার বিশ্বাস। মনে রাখবেন দেশ বাঁচলে আমরা বাচব-আসুন মাকে রক্ষা করি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৪

একরামুল হায়দার বলেছেন: ভাই ধন্যবাদ ঃ
কষ্ট করে মৌদুদী এর ভাষণ এর কিচ্ছু তুলে দেন ঃ
আমরা মুসলমান এর নেতা আর জামাত এর নেতার তফাথ বুঝতে পারতাম....

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫২

প্রাচীন মানব বলেছেন: হায়দার ভাই, মউদুদি ভাষণ সম্পর্কে আমার কোন ধারনা নাই। যার যার কর্মফল সে সে ভোগ করবে, কিন্তু আমরা যাতে দেশ ও জাতির ক্ষতির কারন না হই সেদিকেই লক্ষ রাখতে হবে। আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.