![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর নাম থাকতে হয় না।
------------------------------------
সস্তা জীবন সস্তা কথা,
গড়ে উঠা মিথ্যে কথা,
তবুও যে সে পায়না ব্যথা,
তার যে অনুভতিই ভোতা।
বলছে হেসে মোড়লরা সব,
যাই বলি তাতে করবিরে রব,
গাধার মতন তাতেই সরব।
মরছে তারা রাস্তা ঘাটে,
তবুও তার মুখ না ফাটে,
জীবন তো তার সস্তা বটে,
এমন কত কিছুই ঘটে।
দেবালয়ের দেবতা তারা,
যা বলবে তাতেই সাড়া,
না হলে কিন্তু মুখে পাড়া,
অন্তত একটিবার তোরা রুখে দাড়া ।
---------------------------------------
©somewhere in net ltd.