![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল মা কিন্তু আগামী দিনের শাশুড়ি।
সকল সুস্থ বউ আগামী দিনের মা।
সকল মেয়ে আগামী দিনের বউ।
একটা মেয়েশিশু থেকে বৃদ্ধা পর্যন্ত ধাপে ধাপে যদি সব সম্পর্ক গুলো পার করে আসতে হয় তাহলে এত দ্বন্দ্ব কিসের? কেউ যদি কারো জায়গা থেকে কোন ছাড় না দিতে চায় তাহলে সম্পর্ক গুলো কি করে টিকবে?
আমি বিয়ে করেছি ৪ বছর হল সম্পর্ক করে। বিয়ের পর থেকে প্রথম ২ বছর আমার মায়ের সাথে বউয়ের সম্পর্ক মোটামুটি ভাল ছিল। এরপর থেকে বউ কেন জানি আস্তে আস্তে আমার মায়ের সাথে সম্পর্ক খারাপ করে ফেলল। আমার বাবা মা গ্রামের বাড়িতে থাকে। বিয়ের পর আমার বউ আমার সাথে ছিল ৩ বছর। এরপর থেকে বউয়ের চাকরি সুবাধে সে আমার শ্বশুর বাড়িতে আছে। তাই এখন সম্পর্কের তিক্ততা এমন পর্যায়ে আছে যে কথা বলা বন্ধ।
আমরা তিন ভাই। আমি মেজো। আমার বড় ভাই ও তার পরিবার আমার বাবা মায়ের সাথে গ্রামের বাড়িতে থাকে । আমার বউয়ের সমস্যা হল আমার বড় ভাইয়ের বউকে নাকি আমার মা ভাল চোখে দ্যাখে তাকে দ্যাখে না।বড় ভাইয়ের বউকে অনেক কিছু দেয় তাকে দেয় না। আমার বড় ভাইয়ের এক ছেলে দুই বছর বয়স আমার এক ছেলে এক বছর বয়স। আমার মা বড় ভাইয়ের ছেলেকে বেশি ভালবাসে আমাদের ছেলেকে কম ভালবাসে। আরও বউ মনে করে তিন ভাইয়ের মধ্যে আমাকে নাকি সব চেয়ে কম ভালবাসে আমার মা।
যেহেতু চাকরির কারনে আমি আর আমার বউ দুই জায়গাই আছি তাই এই সমস্যা আর বেশি প্রকট হয়েছে। মা ও বউইয়ের মাঝের সেতু আমি। কিন্তু আমি তো দুইজনকেই সমান ভালবাসি। কি করে মিল করব জানি না?
অনেক চেষ্টা করেছি এখন করছি। কি আছে উপায়?
২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৯
হারানোপ্রেম বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বউ নিয়ে আলাদা থাকাই ভাল। আর দুই পক্ষের সাথেই সুসম্পর্ক বজায় রাখতেই হবে।
২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৬
হারানোপ্রেম বলেছেন: আমি চাকুরির জন্য বাবা মা থেকে আলাদা আছি। বউয়ের চাকুরির জন্য বউ আমার থেকে আলাদা আছে। সবাই এত আলাদা থাকাই বেশি সমস্যা হচ্ছে। আমি কিছুই আর ম্যানেজ করে নিতে পারছি না।
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২২
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: ভুলটা করেছেব বউকে তার বাপের বাড়িতে রেখে। সত্যি কথা বলতে শাশুড়িরা ছেলের বউকে নিজের মেয়ে ভাবতে পারেন না। একটা মেয়ে বাবা-মা, ভাই-বোন, সকল আত্মীয় স্বজন ছেলে স্বামীর হাত ধরে স্বামী-শশুরের ভিটায় নতুন ঠিকানা করে নেই। এখানে তারা যেমন ভালোবাসা পায় নিজেকে ঠিক সে ভাবেই তৈরি করে নেয়।
২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৪
হারানোপ্রেম বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । আপনার সাথে আমি ও সহমত বউকে তার বাপের বাড়িতে রেখেই সমস্যা প্রকট হয়েছে। কিন্তু বউয়ের চাকুরির জন্যই ওখানে আছে। আমার কোনদিন চাকুরির করানোর ইচ্ছে ছিল না। কিন্তু পরিস্থিতি কাছে আমি হেরে গিয়েছি। যদিও আমাদের বাড়িতে ও কিছু প্রব্লেম ছিল। সেগুলো হয়ত আমার কাছে থাকলে আমি মানিয়ে নিতে পারতাম।
এখন সম্পর্ক টিকিইয়ে রাখাই আমার কাছে একটা চ্যাঁলেঞ্জ। আমার কষ্ট শুধু আমার ছেলেটি।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮
রাজীব নুর বলেছেন: আমরা চার ভাই। আমি মেজ।
২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৫
হারানোপ্রেম বলেছেন: স্বাগতম
৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯
সাইন বোর্ড বলেছেন: একটা সময় প্রায় সব ছেলেকেই এরকম সমস্যার মুখোমুখি হতে হয় ।
২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৬
হারানোপ্রেম বলেছেন: সহমত
৬| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৯
নূর-ই-হাফসা বলেছেন: মেজদের ঝামেলা মনে হয় বেশি ।
২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৭
হারানোপ্রেম বলেছেন: কেউ যেন মেজদের বিয়ে না করে।
৭| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: যেহেতু আপনি একমাত্র ছেলে না তাই আপনি চেষ্টা করুন কোনভাবে ম্যানেজ করে স্ত্রী নিয়ে আলাদা একসাথে থাকতে। একজন এখানে আরেকজন সেখানে না। বাবা-মা থেকে আলাদা থাকা মানেই যে তাদের ঘৃণা করা এরকম না। এরকম যারা ভাবে তাদের বোকাই বলা যায়। একজন প্রাপ্ত বয়স্ক বিবাহিত মানুষ অবশ্যই স্ত্রী নিয়ে আলাদা থাকতে পারে। আপনি যদি এখন বাব-মায়ের সাথে থাকেন তাহলে খুব সম্ভাবনা আছে বড় ভাইয়ের স্ত্রীর সাথে দ্বন্দ লাগবে। সেটা তিক্ততার পর্যায়েও চলে যেতে পারে। আপনি একমাত্র ছেলে হলে বলতাম বাবা-মায়ের সাথেই থাকুন। বিয়ে জীবনের খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা হালকা কোন বিষয় নয়। তাই বলছি, স্ত্রীর সাথে কথা বলে এবং আরোও ঘনিষ্ঠ মানুষের সাথে পরামর্শ করে দুইজনে অন্যকোথাও একসাথে থাকার ব্যবস্থা করুন। কারোও শ্বশুরবাড়িতে নয়। আপনার সঠিক সিদ্ধান্তই আপনাকে মানসিক কষ্ট থেকে মুক্তি দিতে পারবে, অন্য কেও নয়।
ভুল-ভাল বলে থাকলে সরি।
২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৯
হারানোপ্রেম বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
যদি বউ আমার কাছে থাকতো আমি ম্যানেজ করে নিতে পারতাম। বউ বাপের বাড়ি আছে তাতেই যত সমস্যা। সবকিছু আমার আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। এখন মা আর বউ দুই পক্ষের কারও কাছেই আমি ভাল না। কারন আমি এতদিন অনেক ম্যানেজ করে চলেছি।
প্রায় ৬ মাস আমি এই মানসিক কষ্টে আছি।
৮| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনার ঘটনা জেনে খারাপ লাগল। আল্লাহ আপনাকে উত্তম পরিস্থিতি দান করুন। কিছু টাক-পয়সা দান করুন আর বেশি করে দুয়া করুন।
২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩১
হারানোপ্রেম বলেছেন: কপালের লিখন না যাই খণ্ডন।
৯| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪
নূর-ই-হাফসা বলেছেন: এক কাজ করুন । বউর বাড়ি চলে যান । তর্ক না করে বউ কে যেয়ে বলুন তাকে ছাড়া আপনার চলবেনা । আরো কিছু সুন্দর ডায়ালগ দিবেন । মেয়ে তো আর রাগ করে থাকতে পারবে না । রাগ ভাঙলে কোথাও গিয়ে ঘুরে আসুন । তার কিছু দিন পর পুরাতন প্রেম যখোন ফিরে আসবে তখোন২ জন মিলে শান্তিপূর্ণ সমাধান খুজবেন। রাগারাগি দিয়ে কিছুই হয়না ।
২১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫
হারানোপ্রেম বলেছেন: মজা পাইলাম যদি এমন হত। বউ অনেক বার বলে ফেলেছি এই কথা এখন নতুন চিন্তা করতে হবে।
আপনার পরামর্শ এর জন্য ধন্যবাদ।
১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১২
বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৪
হারানোপ্রেম বলেছেন: ধন্যবাদ
১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১১
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ছুটি পেলে বউকে নিয়ে বাড়িতে বেড়াতে যাবেন।
ভাবিকে বলবেন আপনার মাকে ফোন দিয়ে মায়ের খোজ খবর নিতে।
তিনিও যে একদিন শ্বাশুড়ি হবেন সে কথা ভাবিকে বোঝাবেন।
দোয়া করছি আপনি যেন একটা পথ পেয়ে যান।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫০
শামচুল হক বলেছেন: এই সমস্যায় বেশিরভাগ ছেলেই ভোগে। আমার মা খুব সহজ সরল হওয়ার পরও দেখতাম এমন অভিযোগ মাঝে মাঝে উঠতো। মা মারা যাওয়ার পূর্ব পর্যন্ত অনেক কষ্টে এসব ম্যানেজ করে চলেছি।
বউয়ের সব কথা মাথায় নিতাম না। বউয়ের সব কথা মেনে নিলে বাপ মায়ের কোন অধিকারই থাকে না। যে বাপ মা কষ্ট করে আমাদের মানুষ করল তাকে বউয়ের কথায় ছিটকে ফেলে দেয়া যাবে না। আবার বাবা মায়ের সব কথায় বউয়ের উপরও রাগ করা যাবে না। উভয় দিক সামাল দিয়ে মাঝামাঝি আপনাকে চলতে হবে। এভাবেই আমি উভায়পক্ষ সামাল দিয়েছি। আপনিও চেষ্টা করেন।