নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান41554

student

হাসান41554 › বিস্তারিত পোস্টঃ

চলে যাওয়া

০২ রা জুন, ২০১৩ দুপুর ১:৩৯

কিভাবে যেন শুরু হল। কোথা থেকে, কেমন করে যেন, একবারেই কোন কিছু বাদে, কোন আগাম বাণী ছাড়াই। পরিচয় ছিল, কিন্তু কখন ও এমন হবে এতটা হবে ভেবে দেখিনি। সত্যি ভাবিনি। এত কাছে আসব তোমার, এতটা কাছে, কখন মনেই হয়নি। খুব কাছে ছিলাম। তুমি দূরে চলে যাবে ভাবতেই পারিনা, আগেও পারতাম না। মনে আছে সেই দিনের কথা, আমার উপর ভীষণ রেগেছিলে আবার কারনটাও বলতে চাচ্ছিলে না। তারপর তোমার সাথে রাগ করে আমার চলে যাওয়া। আমার এখনো মনে পরে, বৃষ্টি ছিল সেদিন। খুব খারাপ লাগছিল। মনে হচ্ছিল কি যেন ফেলে আসছি, কি যেন নেই, কি যেন হারিয়ে যাচ্ছে। আমি একবার কোন সিদ্ধান্ত নিলে তা থেকে কখনই ফিরে আসতাম না, এইটা ছিল আমার ইগো , পিছনে আমি কখনই ফিরে তাকাতাম না কিন্তু পারলাম না সেদিন। পারলাম না চলে যেতে, পারলাম না নিজেকে নিজের মধ্যে ধরে রাখতে। কেন যেন ফিরে আসলাম। সেই দিন থেকে দুজনের চাওয়া ছিল একসাথে থাকব, পাশে থাকব, কাছে থাকব। ঘড়ির কাঁটা ঘুরতে থাকে, অনেকগুলো দিন কেটে যায়, অনেকগুলো রাত কেটে যায়, সময় চলে যায়। সকালে টেক্সট, রাতে কথা এভাবেই যেতে থাকে সময়গুলো। কত আপন ছিলাম আমরা। মনের গহিনের সব কথা, সব ভাবনাগুলো যেগুলা বলতে পারতাম না কেউকে সব কিছু শেয়ার করতাম নিজেরা। সব ভাল লাগা, খারাপ লাগা সব যেন ঘিরে ছিল তোমাকেই । কিন্তু সময়ের যেন এই সম্পর্কটা ভাল ঠেকল না। বুঝলাম না কেন? যে আমি তোমার এতটা কাছের সেই আমার সাথেই রাগ করলে। আমি জানি আমার উপর তোমার এমন রাগ করার অধিকার আছে, কিন্তু এমন সব ব্যাপারে রাগ কর যা আমি মাঝে মাঝে ধরতেও পারি না। আমিই বুঝতে পারি না তোমাকে, বুঝতে পারিনা কেমন করে চাও আমায়, কতটা ভাবো আমাকে নিয়ে, কতটা ভালবাসো। মাঝে মাঝে নিজের উপর ভীষণ রাগ হয়, কেমন লাগে বলত যখন এত করে চাই তুমি রাগ না কর, কখনও যেন তোমার মনটা খারাপ না থাকে, কখনও যেন তোমার মুখে দুঃখের আভা না পরে কিন্তু কেন যেন কোন না কোন কারনে তুমি আবার রাগ কর। কতবার রাগ ভাঙালাম কিন্তু হয় না কিছু দিন না যেতেই আবার রাগ করলে, আবার, আবার, অনেক বার। হয়ত এইটাই ছিল কারন যে কখনও নিজেদের আমরা বুঝতাম না, কিন্তু মনে করে দেখ যখন আমরা একসাথে থাকি শুধু দুইজন কখনও এমন কিছু হয়নি। সেই সময়গুলোর কথা আমি ভেবে দেখি আর চিন্তা করি আসলে কি নিজেদের বুঝি না আমরা নাকি সময় দিতে পারিনা নিজেদেরকে ? তোমাকে কতবার বলেছি আমি সহজে কিছু ধরে নিতে পারিনা, আমি এমনই। তুমি তো আমাকে বললেই পারো তোমার কোনটা খারাপ লাগে। আমাকেই তো বলবে তাই না। জানি তুমি কাউকে এভাবে বলে দিতে পার না, কিন্তু আমিই তো তাই না। কি করব বল, যখন আমিও ধরে নিতে পারিনা তুমিও বলে দিতে পারনা। ভেবেছিলাম এতটা কাছে থাকব যে বাকিরা আমাদের দেখে ঈর্ষান্বিত হবে। কিন্তু কোথায় কাছে থাকা, কোথায় আমাদের সেই একসাথে থাকার চাওয়া। সব যেন আজ ধোঁয়াশা। আজ আনন্দ খুজে বেরাই দুঃখ গুলোর মাঝে অথচ কতটা সুখীই না হতে চেয়েছি। আমি জানি না আমি চেঞ্জ হতে পারব নাকি, জানি না তুমি কি চেঞ্জ হতে পারবে নাকি। শুধু এইটুকুই সত্য জানি সেইদিনের সেই চাওয়াটা দুজনেরই থাকবে চিরদিনের।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.