![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা: মধুময় দাম্পত্য জীবনের জন্য অনেকেই যৌন মিলনের পূর্বে বা শখের বসে বা মনোবলের অভাবে যৌন শক্তি বাড়ানোর ওষুধ সেবন করে থাকেন। এই ওষুধ গুলি পুরুষকে একসময় ভয়াবহ রোগের দিকে ঠেলে দেয় আবার কিছু ক্ষেত্রে মৃত্যুর দিকেও ঠেলে দেয়।
যৌন শক্তি বাড়ানো জন্য কোন ওষুধ সেবনের প্রয়োজন নেই। শুধুমাত্র ক্ষেত্র বিশেষে ডাক্তাররা কিছুদিন ওষুধ সেবনের উপদেশ দিয়ে থাকেন। গবেষনায় দেখা যায় পুরুষরা পুষ্টিকর খাদ্য খাওয়ার মাধ্যমে যৌন শক্তি পেয়ে থাকে। এক্ষেত্রে মধু, খাঁটি দুধ ও ডিমের ভূমিকা অসাধারন। ডিমের ক্ষেত্রে হাসের ডিম এবং দুধের ক্ষেত্রে ছাগলের দুধকে প্রাধান্য দিতে পারেন।
রাস্তাঘাট বা ফুটপাত থেকে যৌন শক্তিবর্ধক ট্যাবলেট ক্রয় করা থেকে বিরত থাকুন। অনেক অসাধু হারবাল ওষুধ বিক্রেতা তাদের ঔষধে উত্তেজক অ্যালোপ্যাথি ওষুধ পাউডার করে মিশিয়ে থাকে, আবার কেউ কেউ ইয়াবা জাতীয় মাদকদ্রব্যও মিশিয়ে থাকে। এইসব হারবাল নামধারী ওষুধ গুলির ক্রিয়া কাল ২/৩ ঘন্টার বেশি থাকে না আর এই গুলির যৌন দুর্বলতা দূর করার মত স্থায়ী কোন গুনও নেই।
সবচেয়ে খারাপ দিক হলো যারা এই উত্তেজক ওষুধ গুলি নিয়মিত সেবন করেন, তারা খুব সহজেই এর উপর নির্ভরশীল হয়ে পড়েন এবং উত্তেজক ওষুধ সেবন করা ছাড়া যৌন মিলন বা সহবাস করতে পারেন না। আর দীর্ঘদিন যাবৎ চালিয়ে যাবার কারণে একসময় এই ওষুধ গুলির মারাত্মক ক্ষতিকর প্রভাবগুলি প্রকাশ পেতে থাকে। কোন কোন পুরুষ পুরুপুরি যৌন ক্ষমতায় অক্ষম হয়ে পড়েন। এক সময় ঐ ওষুধ গুলিও শরীরে আর কাজ করে না। সাথে সাথে অনেকের অভ্যন্তরীণ অঙ্গগুলিও বিরূপ পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার হয়।
সুস্বাস্থ হল এক অমূল্য সম্পদ। অসচেতন বা ভুলের বসে এই সম্পদকে হারাবেন না। তাই যৌনতা বা যৌন সংক্রান্ত যে কোন সমস্যায় কোন প্রকার সংকোচ না করে রেজিষ্টার্ড চিকিত্সকের পরামর্শ নিন।
২| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৯
ভালবাসার বাংলােদশ বলেছেন: ভাই আমি করি নাই।
৩| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:৩০
নতুন বলেছেন: মানুষ এইসব কিছু নিয়া কাউকে প্রশ্নকরেনা। তাই দুরের দোকানে যায় কিছু অষুধ কিনে আনে।
বাচতে হলে জানতে হবে।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৩
দ্যা আহমেদ মামুন বলেছেন: এই অসুদ বানাইছে কোন হারামজাদায়।