![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে দুঃখ কষ্ট , অসুখ বিসুখ কিংবা কোন বিপদ আসলে আমরা হতাশ হয়ে পড়ি ।
আমাকে এমন কোন ব্যক্তির নাম বলুন যার উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন অথচ তার জীবনে কখনও দুঃখ কষ্ট আসেনি ।
তাছাড়া , আল্লাহ পরীহ্মা নেওয়ার কথা কোরআনে অনেক বার বলেছেন ।
" মানুষ কি মনে করে যে , তারা একথা বলেই পার পেয়ে যাবে যে, আমরা বিশ্বাস করি এবং তাদের পরীহ্মা করা হবে না ? আমি তাদেরকেও পরীহ্মা করেছি , যারা তাদের পূর্বে ছিল । আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয়ই জেনে নেবেন মিথ্যুকদেরকে । (আল কোরআন, ২৯:২-৩)
" এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীহ্মা করব , কিছুটা ভয় , হ্মুধা , মাল ও জানের হ্মতি , ফল ফসলের বিনষ্টের মাধ্যমে ; তবে সুসংবাদ দাও ধৈর্য্যশীলদের । যখন তারা বিপদে পতিত হয় , তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁর দিকে ফিরে যাব "( আল কোরআন , ২:১৫৫-১৫৬)
আচ্ছা আমরা কি এটা পছন্দ করব না , আল্লাহ আমাদের কিছু গুনাহ মাফ করে দিবেন ।
রাসূল সাঃ বলেন , "একজন মুসলমান কোন যাতনা , রোগ-কষ্ট , উদ্বেগ , দুশ্চিন্তা , নির্যাতন ও শোকের শিকার হলে , এমনকি একটি কাঁটাবিদ্ধ হলেও , এর বদলে আল্লাহ তার সব গুনাহখাতা মাফ করে দেন । " ( বুখারী ৫২৩০ )
রাসূল (সাঃ) বলেন , " আল্লাহ যার কল্যাণ করতে চান , তাকে মুসীবতে ফেলেন । " ( বোখারী , ৫২৩৩ )
কোরআনের কিছু আয়াত বার বার মনে পড়ে
" যারা বিশ্বাস স্হাপন করেছে এবং সত্কর্ম করেছে , আমি কাউকে তার সামর্থের চাইতে বেশী বোঝা দেইনা "( আল কোরআন , ৭:৪২)
"আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না ।" ( আল কোরআন , ৩:১৩৯ )
" তোমাদের আযাব দিয়ে আল্লাহ কি করবেন যদি তোমরা কৃতঙ্গতা প্রকাশ কর এবং ঈমানের উপর প্রতিষ্ঠিত থাক ! আর আল্লাহ হচ্ছেন সমুচিত মুলদানকারী , সর্বঙ্গ । "(আল কোরআন , ৪:১৪৭)
" নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাখে আছেন " ( ২: ১৫৩ )
"আর যারা সবর করে , আল্লাহ তাদেরকে ভালবাসেন ।" ( ৩:১৪৬ )
" আর ধৈর্যধারন কর , নিশ্চয় আল্লাহ পুণ্যবানদের প্রতিদান বিনষ্ট করেন না ।" (আল কোরআন , ১১:১১৫)
সর্বশেষে একটি কথায় বলব , যা কোরআনে বার বার বলা হয়েছে । তাহল , আল্লাহর উপর ভরসা করুন । কারন " অভিভাবক হিসেবে আল্লাহই যখেষ্ট এবং সাহায্যকারী হিসেবেও আল্লাহই যখেষ্ট । "( ৪:৪৫)
তাই দুঃখ কষ্ট আসলে হতাশ না হয়ে আমাদের উচিত আল্লাহর উপর ভরসা করা এবং ধৈর্য্যধারণ করা ।
আল্লাহ আমাদের সহায় হোন ।
©somewhere in net ltd.