নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীরব কথামালা

মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে আসতেই হয়, ভাবনা প্রকাশে......!

এম এ হাসান মাহামুদ

লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।

এম এ হাসান মাহামুদ › বিস্তারিত পোস্টঃ

ড. আনোয়ার হোসেনের সাধুবাদ পাওয়ার যোগ্য অতি সাহসী সিদ্ধান্ত।

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৮

চলতি বছরের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মরণকালের বড় আকারের এবং স্বতঃস্ফুর্ত ধর্মঘট হয়েছিল ডাকসু নির্বাচনের দাবিতে। পরম শ্রদ্বেয় উপাচার্য স্যার আরেফীন সিদ্দীকি অবশ্য নির্বাচনের বিষয়ে বিবেচনা করা হবে বলে আন্দোলন থামিয়েছিলেন। ভেঙ্গেছিল ধর্মঘটও।

এদিকে উপাচার্য হিসেবে বর্ষীয়ান ড. আনোয়ার হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকেই শিক্ষকদের আন্দোলন অব্যাহত রয়েছে। আজ তিনি ঘোষণা দিয়েছেন জাতীয় নির্বাচনের আগে উপাচার্য প্যানেলের নির্বাচন দিয়ে আগের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবেন। আগামী ৬ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েছেন।

বেশ কয়েক বছর ধরেই দেশে ছাত্র সংসদ নির্বাচন হয় না। রাজনৈতিক দলাদলির কারণে এই নির্বাচন দেয়ার সাহস পাচ্ছেন না কোনও উপাচার্য। কিন্তু ড. আনোয়ার সবসময়ই সাহসী। আরেকবার তার প্রমাণ দিলেন। এর পরে অন্য বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা তৈরি হলো। অবশ্য বর্তমান মাথা গরম ছাত্র নেতারা এর ফায়দা লুটে ক্ষমতার অপব্যবহার না করলে হয়। অবশ্য আওয়ামী লীগ ছাড়া অন্য কোনও দল এটাকে ভাল ভাবে নিবে না মনে হয়। কারণ এই নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের সর্ম্পক খুব নিবিড়।

তবুও আমরা চাই একটি সম্ভাবনার সৃষ্টি হোক। আর এই সম্ভাবনাটির শুরু হচ্ছে ড. আনোঢার হোসেনের মাধ্যমে। এ জন্য তিনি অবশ্যই সাধুবাদ পাওয়ার দাবি রাখে।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০২

আলাদীন বলেছেন: কোথাও একটা ভুল আছে, আমি কোন উপাচার্যের ছবি দেখতে পাচ্ছি না। একটা কুত্তালীগের দালালের ছবি দেখতে পাচ্ছি।

২| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৭

সোহানী বলেছেন: ড. আনোয়ার হোসেন মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি... আমি এই বিশ্ববিদ্যালয়ের নয় বাট পত্রিকার পাতায় ওনার কান্ড কীর্তির খবরতো প্রায় পড়ি.... তাতেতো আমার মনে হয় ওনার অনেক আগেই সন্মান নিয়ে চলে যাওয়া উচিত। যাহোক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবার মন্তব্যের অপেক্ষায়।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২০

সেমিবস বলেছেন: উনার গুনগান গাইলেন?
আপনিও কি উনার দলের নিরন্কুশ কর্মী!!

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৮

এম এ হাসান মাহামুদ বলেছেন: না....রে ভাই। ওই যোগ্যতা অর্জন করতে পারি নাই। ওটা তো কেবল বাংলার দামাল ছেলেদের (তিনাদের ভাষায়) কাজ। বিষয়টাকে প্রাধান্য দিয়েই এই পোস্ট-টা লেখা..

৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৩

ঢাকাবাসী বলেছেন: পুরাই হম্বালীগের পোষ্ট।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৫

এম এ হাসান মাহামুদ বলেছেন: কোনভাবেই এটাকে রাজনৈতিক পোষ্ট ভাবা যাবে না। কারণ আমি রাজনীতির র-ও বুঝি না.....

৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৫

আহ্নিক অনমিত্র বলেছেন: এ একজন কাপুরুষ !!!

৭| ২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০১

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: বর্তমানের শিক্ষকেরা শিক্ষক জাতির মর্যাদা মাটিতে মিশিয়ে দিয়েছে । ভালদের আর সহজে চোখে পড়ে না তবে তাদের চলে যাবার পর মনে পড়ে । যেমন - প্রফেসর ড. মো: শরিফ এনামুল কবির, সাবেক ভিসি- জা.বি

৮| ২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

টিভি পাগলা বলেছেন: হয়ত জানুয়ারীর পর সরকারের পরিবর্তন হতে পারে, নিজের পায়ের তলার মাটি সরে যাচ্ছে দেখে আনোয়ার সাহেব এই সিদ্ধান্ত নিয়েছেন, এখানে সাধুবাদ পাওয়ার কিছু নাই, চাতুরী ছাড়া।

উনাকে কেউ মানছেন না, উনি নিজের মান সম্মান বজায় রেখে সরে গেলেই সাধুবাদ দেওয়া যেত।

সরকার যতদিন ক্ষমতায় আছে, ততদিন উনি নিজের আখের ঘোছাবেন, তাই এই ঘোষণা দিয়েছেন।


আফসুস, একসময় উনাকে ভালো মানুষ মনে করতাম।

৯| ২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

নষ্ট ছেলে বলেছেন: এই হালার মত বেহায়া শিক্ষক আমি কমই দেখছি।

১০| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২২

তিক্তভাষী বলেছেন: টিভি পাগলা বলেছেন: আফসুস, একসময় উনাকে ভালো মানুষ মনে করতাম।

আমারও একই অবস্থা!

কর্নেল তাহেরের ভাই হিসেবেও একটু সহমর্মিতা ছিলো।

এখনতো মনে হচ্ছে আনোয়ারের মতো লোক যেই পরিবারের সেই পরিবারের কর্নেল তাহেরও বা কতটুকু ভালো ছিলো? :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.