নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীরব কথামালা

মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে আসতেই হয়, ভাবনা প্রকাশে......!

এম এ হাসান মাহামুদ

লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।

এম এ হাসান মাহামুদ › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল যাত্রী হতে যাচ্ছে বাংলাদেশীরা.।!!!

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১:০২

পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল যাত্রী হতে যাচ্ছে বাংলাদেশীরা

বলা চলে, একটিমাত্র প্রতিষ্ঠানের দান!



বিশ্বাস হচ্ছে না কথাটা! কথাটা একেবারেই সত্যি। বিলাসবহুল যাত্রীর পাশাপাশি ব্যয়বহুল যাত্রীও হতে যাচ্ছি আমরা। আর এই মহান(!) কাজটি আমাদের জন্য করে দিয়েছেন, বিআরটিসি'র কিছু পকেট ভারি করা কর্মকর্তা, মন্ত্রীর কথা বলবো না, আর কিছু সুবিধাভোগী ব্যবসায়ী।

এবার মূল বিষয়ে আসুন। পহেলা বৈশাখ মানে ১৪ এপ্রিল থেকে ১৮ থেকে ২৬ লাখ টাকা মূল্যের ৪৭টি নতুন গাড়ি রাজধানীতে নামানো হচ্ছে। এ সব গাড়িতে মতিঝিল-আব্দুল্লাহপুর ২২ কিলোমিটারের ভাড়া হবে প্রায় ১ হাজার টাকা! মিরপুর থেকে মতিঝিল ১৬ কিলোমিটার রাস্তার জন্য ভাড়া গুনতে হবে প্রায় ৭শ’ টাকা!

আরো আছে, শুনুন!

নতুন এসব এসি ট্যাক্সিতে উঠলেই দুই কিলোমিটারের জন্য গুনতে হবে ১০০ টাকা। প্রথম পর্যায়ে প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা! প্রতি মিনিটের জন্য অপেক্ষমাণ বিল ৮ টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভাড়ায় নামছে এসব ট্যাক্সি, যা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের পক্ষে ব্যবহার সম্ভব হবে না। মূলত উচ্চবিত্তের স্বার্থরক্ষায় নামছে নতুন ট্যাক্সিক্যাব।

আর এ বিষয়ে আমাদের মহামান্য যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজধানীবাসীর নববর্ষের উপহার হিসেবে পহেলা বৈশাখ থেকে নতুন ৪৭টি ট্যাক্সিক্যাব নামানো হবে।



বিআরটিএর অনুমোদন নিয়ে এসব ট্যাক্সিক্যাব রাস্তায় নামাচ্ছে দুটি বেসরকারী সংস্থা। এর মধ্যে ২৮টি নামাবে সেনাকল্যাণ সংস্থা এবং ১৯টি তমা কনস্ট্রাকশন।

সেনাকল্যাণ সংস্থা নিয়ে কিছু বলার নেই। কিন্তু আলোচনার বিষয় হচ্ছে তমা কনস্ট্রাকশন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর হঠাৎ গজিয়ে উঠেছে এই প্রতিষ্ঠানটি। আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, সরকারের দুই আমলে হাতে নেয়া বড় বড় বেশির ভাগ কাজই করছে এই সংস্থাটি। এদের জনবল, সক্ষমতা সর্ম্পকে কোনো প্রোফাইল শতকরা ৯৯ ভাগ মানুষের জানা নেই। কাজের অভিজ্ঞতাও মাত্র কয়েক বছরের। তাহলে কেমনে কী?



আসলে বিষয়টা অন্য কোথাও! তমা কনস্ট্রাকশনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে প্রতিমন্ত্রী মির্জা আজমের। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর মির্জা আজম কাকরাইলে তমা কনস্ট্রাকশনের কার্যালয়ে নিয়মিত বসতেন। আওয়ামী লীগ সরকারের আমলে রেলওয়ে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বেশ কয়েকটি বড় ঠিকাদারি কাজ পায় তমা কনস্ট্রাকশন। রেলের সবচেয়ে বড় প্রকল্প টঙ্গী-ভৈরব বাজার পথে নতুন রেললাইনের কাজ করছে তমা। মৌচাক-মগবাজার-সাতরাস্তা উড়ালসড়কের একটা অংশের কাজও পেয়েছে প্রতিষ্ঠানটি।

সবকিছু ভুলে তমা কনস্ট্রাকশনকে আমরা ধন্যবাদ দিতে পারি, আমাদের পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল যাত্রী বানাতে যাচ্ছেন তারা, তাই। এর বিনিময়ে কিছু লাভ তো উনাদের দরকার। সেই আলোচনায় আমাদের যাওয়া ঠিক হবে কি?

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১:১২

দালাল০০৭০০৭ বলেছেন:

২| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন: :| :| :|

৩| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১:৪৬

উড়োজাহাজ বলেছেন: ঐ টেক্সিতে না উঠলেই হয়!

৪| ০৩ রা এপ্রিল, ২০১৪ ভোর ৪:৪২

ইমাম হাসান রনি বলেছেন: ভন্ডামির একটা সীমা থাকা উচিত X( X(

বিভিন্ন দেশের ট্যাক্সিক্যাবের ভাড়া পর্যালোচনা করে দেখা যায়, নতুন এই ট্যাক্সিক্যাব সার্ভিসের ভাড়া পৃথিবীর যে কোনো দেশের চেয়ে অনেক বেশি ।বিআরটিসি'র কর্মকর্তাদের জানা উচিত বাংলাদেশ এখনো মধ্যেম আয়ের দেশেই পরিনত হয় নাই X(



৫| ০৩ রা এপ্রিল, ২০১৪ ভোর ৪:৫৮

হাতীর ডিম বলেছেন: আমার আপনার না উঠলেই তো হলো।

৬| ০৩ রা এপ্রিল, ২০১৪ ভোর ৫:২০

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমি ভাই গরীব মানুষ। তাই ঐ ট্যাক্সিতে উঠা তো দূরের কথা, স্বপ্নেও ঐ ট্যাক্সির নাম নিবো কিনা সন্দেহ আছে।
গরীবের কথা ভুলে ধনীর জন্য সুযোগ সুবিধা সৃষ্টি করা হচ্ছে। এটা ঠিক না। তমার যেই রমরমা ব্যবসা চলছে, তাতে কেউ তমাকে ক্ষমা করবে বলে মনে হয় না। কথায় আছে না, দশ দিন চোরের, একদিন গৃহস্থের। সেই একদিন যখন আসবে, তখন তমা তামা হয়ে যাবে।

৭| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩০

শাহ আজিজ বলেছেন: মুলত এই ট্যাক্সি ব্যাবহার হবে বড় হোটেলে থাকা গেস্টদের জন্য । আবার ধনী লোকেরা কল সাভিস এর মাধ্যমে বাড়িতে বসেই এই ট্যাক্সি আনিয়ে নিতে পারবেন ।এই ট্যাক্সি তেলে চলবে কারন গ্যাস একটি বিপজ্জনক দাহ্য পদার্থ বিবেচিত হয় । আমি তিন দফা ভিনদেশিদের নিয়ে সারা বাংলাদেশ সফরের সময় জানতে পারি আমাদের মিনিবাসটি তেলে চলছে । আমি আপত্তির কিছু দেখিনা তবে গ্যাস অটো রিকশার একটা হিল্লে না হলে সত্যিই আমরা অটোরিকশা আটকে রাখার কর্মসূচী দেবো। ৮০ টাকার ভাড়া ২৫০-৩০০ টাকায় যেতে হবে কার স্বার্থে । এখানে পিচ্চি তমাদের সংখ্যা অগনিত।

৮| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫২

অেসন বলেছেন: জনগন বর্জন করলে কি তাদের ব্যবসায় টিকে থাকা সম্ভব ? এসব ট্যাক্সি
কে নামতে দিন এবং বর্জনের মাধ্যমে স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করুন।

৯| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:২০

দাদা- বলেছেন: পেটে ভাত নাই - গায়ে আতরের সুগন্ধ । X(

১০| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইমাম হাসান রনি বলেছেন: ভন্ডামির একটা সীমা থাকা উচিত X( X(

বিভিন্ন দেশের ট্যাক্সিক্যাবের ভাড়া পর্যালোচনা করে দেখা যায়, নতুন এই ট্যাক্সিক্যাব সার্ভিসের ভাড়া পৃথিবীর যে কোনো দেশের চেয়ে অনেক বেশি ।বিআরটিসি'র কর্মকর্তাদের জানা উচিত বাংলাদেশ এখনো মধ্যেম আয়ের দেশেই পরিনত হয় নাই X(

মগের মুল্লুক না না হাসিনার মুল্লুক!!!!!!!!! X(( X(( X((

১১| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৩

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: এই ট্যাক্সিতে ওঠার চেয়ে লোন নিয়ে একটা গাড়ি কেনা ভালো। একই খরচে একটা গাড়ির মালিক হওয়া যাবে, তবে শর্ত হলো ড্রাইভার রাখা যাবেনা, নিজে চালাতে হবে।

১২| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৪

সোহানী বলেছেন: দাদা- বলেছেন: পেটে ভাত নাই - গায়ে আতরের সুগন্ধ ................

১৩| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৫

শরৎ চৌধুরী বলেছেন: ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ তথ্যের পোষ্ট। +।

১৪| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৫

মদন বলেছেন: জয়বাংলা

১৫| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:২২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: হাগা নাই গুয়ার বাঘা ডাক!!!

১৬| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৮

ভদ্র আমার নাম বলেছেন: বেশ বেশ B:-)

১৭| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩২

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: চলুক রাস্তায় যা চলার। আমি তো কোনদিন এ সি বাসেও চড়ি নাই। তাতে কি যায় আসে ?

১৮| ০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ট্যাক্সিগুলোতে যার সামর্থ্য আছে চড়বে, যার সামর্থ্য নাই সে চড়বে না। যার সামর্থ্য আছে, সে ঘরে এসি লাগাচ্ছে, যার সামর্থ্য নেই সে ফ্যান কিনছে অথবা হাত পাখা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে। এটা আদি অন্তকালের চিত্র।
ধন্যবাদ, ভাই এম এ হাসান।

১৯| ০৩ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

সজল৯৫ বলেছেন: সব সময় হয়তো এড়িয়ে চলা যাবে না। কারণ বিশেষ কোনা প্রয়োজনে বা জরুরী মূহুর্তে দেখবেন ধারে কাছে এই টেক্সী ছাড়া আর কিছু পাচ্ছেন না। আর এই পরিস্থিতি তৈরি করা এদেশে কোন ব্যপার না। তাই তো বিশ্বের সবচে ব্যয় বহুল টেক্সী এদেশের রাস্তায় নামানো খুবই সহজ ।

২০| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১১:২০

প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: আপনার তথ্যটা মনে হয় ঠিক না। দক্ষিন কোরিয়াতে সাধারন ট্যাক্সি যেটা সেটার ভারা শুরু হয় (প্রথম দুই কিমি) ২২০ বাংলাদেশী টাকাতে, এর পর প্রতি কিমি ৪৫ টাকার মত, অপেক্ষমান অবস্থায় প্রতি মিনিটে আরো ১৫ টাকা করে এড হবে।

আর ডিলাক্স ট্যাক্সি যেটা সেটার ভারা শুরু হবে (প্রথম তিন কিমি) ৩৭৫ টাকা দিয়ে, এর পর প্রতি কিমি তে ৯০ টাকা, অপেক্ষমান অবস্থায় ২০ টাকা এড হবে প্রতি মিনিটে।

আর রাতের বেলা কিন্তু ট্যাক্সি ভাড়া আরো বেড়ে যাবে।

লিংক

আমি দক্ষিন কোরিয়াতে ঘুরে এসেছি বিধায় ইনফো টা দিতে পারলাম, অন্যান্য দেশে হয়ত আরো কস্টলি ট্যাক্সি আছে।


সুতরাং সবচেয়ে বিলাসবহুল এটা মানতে পারলাম না। আর আরেকটা কথা সবাইকে তো বাধ্য করা হচ্ছেনা এই ট্যাক্সতে উঠতে। যাদের টাকা আছে তারা উঠবে। আমি যেহেতু উঠব না তাই তার ভাড়া নিয়ে আমার মাথাব্যাথা নাই।

দ্বিতীয় কথা আমি এরকম বিলাসবহুল ট্যাক্স নামাতে কোনো অসুবিধা দেখছিনা। এর চাইতেও বিলাসবহুল গাড়ি লোকজন ব্যবহার করে।

২১| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫০

শাহ আজিজ বলেছেন: আমি কিছুক্ষন আগে সিঙ্গাপুর ও হংকং এর ট্যাক্সি ভাড়া দেখে নিলাম সিঃপুর এই ভাড়ার কাছাকাছি তাও সাধারন ট্যাক্সি । লিমুজিন বা ক্রাইস্লার এর ভাড়া আরও বেশী । হংকং এর ভাড়া প্রায় দিগুন । আমি দু জায়গাতেই চড়েছি বলে বলছি । আমি টোকিও বা নিউ ইয়র্ক এর ভাড়া টানছিনা , একজন কোরিয়ার আইডিয়া দিয়েছেন। মাত্র ২৭ লাখ দামের এই কটা গাড়ি নিয়ে যদি এতো হিংসা হয় তবে তা দুঃখজনক । বাজারে চাহিদা আছে তাই পুরন হচ্ছে , এ নিয়ে এতো হইচইএর কিছু নেই । এরপর মার্সিডিজ আর ক্যাডিল্যাক এর সার্ভিস এলে তো ভাই অজ্ঞান হয়ে যাবেন ।

২২| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৮

ঢাকাবাসী বলেছেন: হালায় চড়ুমনা এইসব গাড়ীতে ব্যাস! সরকারের ঘুষখোর আমলারা আর সরকারের পোষ্য ঠিকাদাররা চড়তে পারবে চড়ুক আর তমার ভাল মাল আমদানী হবে সে্ই আমদানীর একটা ভাগ যাবে .......

০৩ রা মে, ২০১৪ সকাল ১১:৩৭

এম এ হাসান মাহামুদ বলেছেন: সহমত....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.