![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, রানা প্লাজা ধ্বসের ঘটনায় ক্ষতিপূরণ দিতে গঠিত তহবিলে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এর আরও অবদান রাখা উচিৎ। অন্যদিকে ক্ষতিপূরণ দিতে ব্যর্থতার জন্য প্রশাসনকেই দায়ী করেছেন বিএনপির একজন নেতা আমির খসরু মোহম্মদ চৌধুরি। আর বিজিএমইএ বলেছে শ্রমিকদের জন্য সম্ভাব্য সবকিছুই তারা করবেন।
গত বছর ২৪ এপ্রিল ঢাকার কাছে সাভারে রানা প্লাজা ধ্বসের ঘটনায় নিহত হয়েছিল ১ হাজারেরও বেশি পোশাক শ্রমিক। এখনও নিখোঁজ রয়েছে অনেকে। ঘটনার ১ বছর পরেও ক্ষতিগ্রস্ত পোশাক শ্রমিকদের সবার জন্য আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা গেল না!
ক্ষতিপূরণ দেবার বিষয়ে সমন্বয়হীনতার অভিযোগ তুলেছেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার।
এদিকে প্রধানমন্ত্রীর তহবিলে অর্থ উত্তোলন এবং বিতরণ প্রক্রিয়ায় অসচ্ছ্বতার অভিযোগ তুলেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমির খসরু মোহম্মদ চৌধুরি। এক বছরেও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে না পারার জন্য প্রশাসনিক ব্যর্থতাকেই দায়ী করেন তিনি। তিনি বলেন, এক বছর দীর্ঘ সময়। এটা এমন নয় যে এক মাস পরে আজকে কথাগুলো এখানে উঠছে। এক বছরেও ফলাফল না পাওয়াকে আমি মনে করি ব্যর্থতার সামিল। এই ব্যাপারে আমি কোনো স্বচ্ছতা দেখতে পারছি না।
এতক্ষণ বলছিলাম বিবিসি সংলাপের কথা। ভবন ধসের ১ বছর পুর্তিতে এই সংলাপের আয়োজন করা হয়।
এবিষয়ে দেয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, সমন্বয়ের অভাবে শ্রমিকরা ক্ষতিপূরণ পান নি।
যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং ত্রাণ তহবিল গঠন করেন, তিনি উদ্যোগী হন ক্ষতিপূরণ দিতে, সেখানে কিভাবে সমন্বয়হীনতা থাকে? তাহলে আর কার উপর নির্ভর করবে জাতি?
অথচ ১টা বছর পরেও সকল প্রতিশ্রুতি আর সংলাপ কাগজে-কলমেই রয়ে গেছে, যারা স্বজন হারিয়েছে, তারাই জানে দুঃখ কাকে বলে?
এই একটি ঘটণায় আমরা দেশে তো বটেই, বিদেশের মাটিতেও সমালোচিত হয়েছি। যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের জিএসপি বন্ধের পেছনে রানা প্লাজা একটি বড় কারণ হিসেবে কাজ করেছে। এর থেকেই আমরা সাবধান হইনি। বরং কয়েকদিন আগে ভবনের মালিককে জামিন দেয়া হয়েছে।
প্রশ্ন হচ্ছে, রানা প্লাজার নিরীহ মানুষগুলো তো রাজনীতি জানে না, রাজনীতি করে না। তাহলে সরকার কিংবা বিজিএমইএ কেন তাদের ভাগ্য নিয়ে রাজনীতি করবে? কেন মারা যাওয়া মানুষগুলো পাওয়া বুঝে পাবে না?
আমাদের সরকার আর কত বড় ট্রাজেডি হলে সদয় হবে???
©somewhere in net ltd.