![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।
skype নিয়ে আসছে অত্যাধুনিক এক সুবিধা। আপনি বলবেন বাংলায় শুনবেন ইংরেজিতে ওয়েব ক্যামের সামনে বসে আপনি কথা বলে চলেছেন নিজের ভাষায়। যাঁর সঙ্গে কথা বলছেন তিনি শুনছেন তাঁর ভাষায় ইংরেজিতে। এভাবেই এখন কথা বলা যাবে স্কাইপে। সম্প্রতি কোড টেকনোলজি কনফারেন্সে মাইক্রোসফটের এই ট্রান্সলেটরের কথা ঘোষণা করলেন স্কাইপের ভাইস প্রেসিডেন্ট গুরদীপ প্যাল। ইংরেজি ও জার্মান ভাষায় এই পরীক্ষা চালানো হয়। একটা বাক্য ইংরেজিতে বলার পর তা স্কাইপ নিজে থেকেই জার্মান ভাষায় অনুবাদ করে নেয়।
মাইক্রোসফটের সিইও সত্য নাডেলা বলেন, যেদিন থেকে মানুষ কথা বলতে শিখেছে ভাষার প্রাচীর ভাঙতে চেয়েছে। যদিও এ সুবিধা বিনামূল্যে মিলছে না। অন্যদিকে গুরদীপ জানান, প্রথমে উইন্ডোজ এইটের বিটা অ্যাপ হিসেবে আসবে এই ট্রান্সলেটর।
মাইক্রোসফট নিজেদের রিসার্চ সাইটে বলেছে প্রায় দশ বছর ধরে অনুবাদ করছে মাইক্রোসফট। কিন্তু স্কাইপের কথোপকথন অনুবাদ করা অসম্ভব ব্যাপার ছিল। চার বছর আগে ফোনের কথোপকথন অনুবাদের চেষ্টা করা হয়।
২০১২ সালে চীনের তিনাজিনে মাইক্রোসফট কম্পিউটিং কনফারেন্সে সফটওয়ারের কথা বলা হয়।মাইক্রোসফট রিসার্চের প্রধান রিচ রশিদ প্রথমবার মঞ্চে এই সফটওয়ারের ডেমো দেন। তাঁর ইংরেজি কথা মান্দারিন ভাষায় অনুবাদ করা হয়েছিল। এর আগে ২০১১ সালে জাপানি থেকে ইংরেজিতে ভয়েস ট্রান্সলেটর নিয়ে এসেছিল এনটিটি ডোকোমো।
'ইন্টারনেট থেকে নেয়া, ভাষান্তর
২| ৩০ শে মে, ২০১৪ রাত ১২:৫৪
প্রবাসী পাঠক বলেছেন: অনেক কষ্টসাধ্য একটা কাজ হবে। কিন্তু ট্রান্সলেশন যদি গুগোল ট্রান্সলেটর এর মত হয় তাহলেত জগাখিচুড়ি টাইপ একটা ব্যাপার হবে।
৩| ৩০ শে মে, ২০১৪ রাত ১:৪৪
নহে মিথ্যা বলেছেন: আমি ভাল... I Good... গুগলি ট্রান্সলেটরের মত হইলে নিউজ আছে...
৪| ৩০ শে মে, ২০১৪ রাত ২:৪৮
হৃদয়ের স্পন্দন বলেছেন: এটা নিয়ে আমি মোটেই আশাবাদী হতে পারছিনা এটা গুগলের থেকেও খারাপ হবে কেননা আমরা গুগলের টা দেখে অনেক সময় ঠিক করে নিতে পারি এটাতে তার অবকাশ থাকবে না
৫| ৩০ শে মে, ২০১৪ ভোর ৫:০২
সকাল হাসান বলেছেন: গুগোলের যে ট্রান্সলেশন - তা লেখার মাধ্যমে আসে দেখে, ঠিকঠাক করে পড়া যায়। তাও সবসময় না।
সিরিয়াস অনেক লেখাই গুগোলের ট্রান্সলেটরের মাধ্যমে হাস্যকর হয়ে যায়।
তারপরও লেখা দেখে বুঝা যায়।
কিন্তু ফোন বা স্কাইপের ট্রান্সলেটর যদি এইরকম গুগোলের মত হয় - তা আরো খারাপ হবে। দেখা যাবে জগাখিচুরী টাইপ ট্রান্সলেশন আসছে।
খুব একটা আশাবাদী হতে পারছি না এই ট্রান্সলেটর নিয়ে।
৬| ৩০ শে মে, ২০১৪ রাত ১১:৫৯
এম এ হাসান মাহামুদ বলেছেন: এখন দেখা যাক, এপ্লিকেশনটা কেমন করে তারা...
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৪ রাত ১২:২২
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।