নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীরব কথামালা

মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে আসতেই হয়, ভাবনা প্রকাশে......!

এম এ হাসান মাহামুদ

লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।

এম এ হাসান মাহামুদ › বিস্তারিত পোস্টঃ

মিডিয়ায় শিক্ষানবিশদের কাজের যত সুযোগ, (বহুল প্রচারিত প্রায় সকল মিডিয়ার খবর)

০৩ রা জুন, ২০১৪ সকাল ১০:৫২



সময় সচেতন মানুষ সময়োপযোগী পেশা বেছে নিতে অনেক তৎপর। পেশা হিসেবে সাংবাদিকতা বর্তমান প্রজন্মের অন্যতম পছন্দের। কারণ সাংবাদিকতার মাঠ এখন অনেক বিস্তৃত। মিডিয়ায় বা গণমাধ্যমে কাজ করা তরুণদের কাছে এখন বেশ আকর্ষণীয়ও। সাধারনের কাছে পরিচিতি পাওয়ার সুযোগ আর গ্ল্যামারাস পেশা জীবনই এই সেক্টরে আসার মূল কারণ। সুযোগ আছে রাতারাতি তারকা বনে যাবারও। তাছাড়াও এক্ষেত্রেই আছে একইসাথে চ্যালেঞ্জ আর রোমান্স উপভোগ করার সুবর্ণ সুযোগ। আপনি যদি হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর থাকে মিডিয়ায় কাজ করার আগ্রহ তবে আপনিই হয়ে উঠতে পারেন একজন দক্ষ মিডিয়াকর্মী।



শিক্ষার্থীদের শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ নিয়ে নতুনদিনের ধারাবাহিক প্রতিবেদনে এ পর্বে থাকল দেশের উল্লেখযোগ্য কিছু সংবাদ মাধ্যমে শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ নিয়ে বিভিন্ন খবরাখবর ও সংশ্লিষ্ট তথ্যাদি।



দৈনিক প্রথম আলোতে শিক্ষানবিশ হিসেবে কাজ:

শিক্ষানবিশ হিসেবে কাজ করতে পারেন দেশের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম ‘প্রথম আলো’তে।প্রচার সংখ্যায় শীর্ষে থাকা এই সংবাদ মাধ্যম আপনাকে দক্ষ সংবাদ কর্মী হয়ে উঠতে দেবে সুবর্ন সুযোগ।পেশাকে ছাপিয়ে একরকম সাংবাদিকতা নেশায় পরিনত হতে পারে প্রথম আলোয় কাজের মধ্য দিয়ে।



কখন করবেন আবেদন:

প্রথম আলোয় শিক্ষানবিশ হিসেবে কাজ পেতে যেকোন সময়ই আপনি আবেদন করতে পারেন। আপনার আবেদন যাচাই বাছাই শেষে কাজের জন্য সুযাগ করে দেবে এই প্রতিষ্ঠান। তাছাড়া আগে থেকে আবেদন করে রাখলে প্রথম আলো প্রয়োজন মত সময়ে আপনাকে শিক্ষানবিশ সংবাদকর্মী হিসেবে ডেকে নিতে পারে।এখানে আপনি ৩ মাস থেকে ৬ মাস পর্যন্ত শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ পেতে পারেন।



কী কী যোগ্যতা লাগবে:

১.আপনাকে বিশ্ববিদ্যালয়ের যেকোন বিভাগের শিক্ষার্থী হতে হবে।তবে আপনি যদি হন সাংবাদিকতা কিংবা গণমাধ্যমের শিক্ষার্থী এটা আপনার জন্য বাড়তি যোগ্যতা হিসেবে গন্য হবে।

২.আপনাকে অবশ্যই সাংবাদিকতার প্রতি একান্ত আগ্রহী হতে হবে।



কীভাবে আবেদন করবেন:

প্রথম আলোতে শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হলে আপনাকে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রদানের সুপিারিশ পত্র সহ আপনার একাডেমিক যোগ্যতার কাগজ পত্রাদি সংযুক্ত করে পত্রিকার সম্পাদক বরাবর আবেদন করতে হবে।



দৈনিক ইত্তেফাকে শিক্ষানবিশ হিসেবে কাজ:

ছাত্র অবস্থায়ও শিক্ষানবিশ হিসেবে কাজ করার সুযোগ রয়েছে দেশের অন্যতম পুরোনো দৈনিক ইত্তেফাকেও। ইত্তেফকাকে আপনি পাবেন সাংবাদিকায় দীর্ঘ দিনের অভিজ্ঞ লোকদের সাথে কাজ করার সুযোগ। তাছাড়া আন্তরিকতার সাথে কাজ শেখানোর সুযোগও আপনাকে করে দেবে ইত্তেফাক।



কখন করবেন আবেদন:

ইত্তেফাকে শিক্ষানবিশ হিসেবে কাজ করার জন্য যেকোন সময়ই আবেদন করার যায়।তবে কাজ পেতে আগে থেকেই আবেদন করে রাখলে অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পাবেন আপনি।



কী কী যোগ্যতা লাগবে:

১.দেশের ঐতিহ্যবাহী এই সংবাদ পত্রটিতে কাজ করতে হলে আপনাকে কমপক্ষে এইচ এস সি পাশ হতে হবে।

২.আর আপনি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন তবে অগ্রাধিকার পাবেন।



কীভাবে করবেন আবেদন:

ছাত্র অবস্থায়ই ইত্তেফাকে শিক্ষানবিশ হিসেবে কাজ করতে চাইলে আপনার বিভাগীয় প্রদানের সুপিারিশ পত্র সহ আপনার একাডেমিক যোগ্যতার ক্গাজ পত্রাদি সংযুক্ত করে পত্রিকার সম্পাদক বরাবর আবেদন করতে হবে।



ডেইলি স্টারে শিক্ষানবিশ হিসেবে কাজ:

শিক্ষানবিশ সংবাদকর্মী হিসেবে কাজ করতে পারেন দেশের সর্বাধিক প্রচারিত ইংরেজী দৈনিক ডেইলি স্টারেও। ইংরেজীতে দক্ষ ও অভিজ্ঞ হওয়ার পাশাপাশি একবারেই কর্পোরেট প্রতিষ্ঠানের মতই কাজের পরিবেশ পাবেন এই প্রতিষ্ঠানে।



কখন করবেন আবেদন:

ডেইলি স্টারে কাজের জন্য আবেদন করতে পারেন যেকোন সময়ই। তবে স্টারের বিভিন্ন সাময়িকীতে কাজ করতে কোনো প্রকার আবেদন ছাড়াই।



কীভাবে আবেদন করবেন:

১.ডেইলি স্টারে শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হলে আপনাকে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রদানের সুপিারিশ পত্র সহ আপনার একাডেমিক যোগ্যতার কাগজ পত্রাদি সংযুক্ত করে পত্রিকার সম্পাদক বরাবর আবেদন করতে হবে।

২. এরপর আপনাকে পরীক্ষায় বসতে হবে ডেইলি স্টারে কাজ পেতে।



কী কী যোগ্যতা লাগবে:

১.এখানে কাজ পেতে হলে আপনাকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে।

২.তবে আপনি যদি হন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বা ইংরেজী বিভাগের ছাত্র তবে অগ্রাধিকার পাবেন।আর হ্যা আপনি যদি হন ইংরেজী মাধ্যমের ছাত্র তবে এটা হবে আপনার জন্য বাড়তি যোগ্যতা।



বাংলা নিউজ এ শিক্ষানবিশ হিসেবে কাজ:

শিক্ষানবিশ সংবাদকর্মী হিসেবে কাজ করতে পারেন দেশের সবচাইতে বড় অনলাইন সাংবাদিকতার প্লাটফর্ম বাংলা নিউজেও। কীভাবে আরও দ্রুত গতিতে সাংবাদিকতা করা যায় সে শিক্ষার পাশাপাশি পাবেন এক চ্যালেঞ্জিং পরিবেশও।



কখন করবেন আবেদন:

শিক্ষানবিশ হিসেবে বাংলা নিউজে কাজ করতে আবেদন করতে পারেন যেকোন সময়ই।তবে বাংলা নউজের প্রদায়ক হিসেবে কাজ করতে পারেন কোনো প্রকার আবেদন ছাড়াই।



কীভাবে করবেন আবেদন:

বাংলা নিউজে শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হলে আপনাকে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রদানের সুপারিশ পত্র সহ আপনার একাডেমিক যোগ্যতার ক্গাজ পত্রাদি সংযুক্ত করে পত্রিকার সম্পাদক বরাবর আবেদন করতে হবে।



কী কী যোগ্যতা লাগেবে:

১. আপনাকে বিশ্ববিদ্যালয়ের যেকোন বিভাগের শিক্ষার্থী হতে হবে।তবে আপনি যদি হন সাংবাদিকতা কিংবা গণমাধ্যমের শিক্ষার্থী এটা আপনার জন্য বাড়তি যোগ্যতা হিসেবে গন্য হবে। ১.আর আপনাকে অবশ্যই কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.