![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।
গতকাল বলেছিলাম, বাংলাদেশ সমুদ্রে পূর্ণাঙ্গ ও স্থায়ী মানচিত্র পেতে যাচ্ছে..
কিন্তু তা হয়নি। নেদারল্যান্ডসের স্থায়ী সালিসি আদালতে বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা নির্ধারণের রায় ঘোষণার জন্য বুধবার দিন ধার্য থাকলেও তা হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম গতকাল গণমাধ্যমকে জানিয়েছেন, ওই আদালতের প্রক্রিয়া অনুযায়ী রায় ঘোষণার অন্তত এক সপ্তাহ আগে রায়ের তারিখ সংশ্লিষ্ট পক্ষগুলোকে আনুষ্ঠানিকভাবে জানানোর কথা। তবে ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণের রায়ের তারিখের ব্যাপারে মঙ্গলবার দুপুর পর্যন্ত পিসিএর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে শিগগিরই এ রায় ঘোষণা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। নেদারল্যান্ডসের রাজধানী হেগে অবস্থিত স্থায়ী সালিসি আদালতে ২০১৩ সালের ৯ থেকে ১৮ ডিসেম্বর সমুদ্রসীমা নির্ধারণের পক্ষে বাংলাদেশ ও ভারত যুক্তি-তর্ক উপস্থাপন করে। শুনানি শেষে আদালতের পক্ষ থেকে বলা হয়, কার্যবিধির ১৫ ধারা অনুযায়ী, ছয় মাস পর এই দুই নিকট প্রতিবেশীর সমুদ্রসীমা নির্ধারণের রায় দেয়া হবে। মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ আলোচনায় নিষ্পত্তি না হওয়ায় ২০০৯ সালের ৮ অক্টোবর সালিসি আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এ প্রক্রিয়ার অংশ হিসেবে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণের জন্য বাংলাদেশ জার্মানির হামবুর্গভিত্তিক সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে (ইটলস) মামলা করে। আর ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণের মামলা করে স্থায়ী সালিসি আদালতে। ২০১২ সালের ১৫ মার্চ ইটলস বাংলাদেশের পক্ষে রায় দেয়।
আগের পোষ্টের লিংক
Click This Link
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:৫০
এম এ হাসান মাহামুদ বলেছেন: ঠিক তাই...
২| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১:২২
আহসানের ব্লগ বলেছেন: Banglish e comment korar jonno sorry bole nicchi agei. :-)
kobe hote pare ? :-(
০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৩:০২
এম এ হাসান মাহামুদ বলেছেন: আগষ্টের শেষ দিকে হতে পারে বলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন আশা করছে।
এই হলো আমার জানা সর্বশেষ খবর...
৩| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১:৫১
জাহাঙ্গীর জান বলেছেন: বাংলাদেশের পক্ষ থেকে কোনো দুর্বলতা আছে বলে মনে হয়না তারপরও কি কারণে এই রায় হচ্ছে না উদ্বিগ্ন না হয়ে পারছি না ।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: ব্যাপারটাতে সবা্ই উদ্বিগ্ন।