নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান ফরিদ

হাসান ফরিদ › বিস্তারিত পোস্টঃ

মা

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১১



গল্প নং : ০০১

প্রিয় মা,
কেমন আছো? জানি ভালো নেই । কিভাবে থাকবে বলো? সন্তান কথার অবাধ্য হলে কি মা ভালো থাকে? তুমি তো জানো আমি ছোটবেলা থেকেই কথা কম শুনি । এবার না হয় একটু বেশিই অবাধ্য হলাম তোমার ।

জানো মা দূরে থেকেও তোমার কথা আমার খুব মনে পড়ে । মনে পড়ে ছোটবেলায় আমি রাত জেগে একা পড়তে ভয় পাবো বলে, তুমি আমার পাশে বসে থাকতে । তুমি কুপি বাতির নিভু নিভু আলোতে আমার চেহারার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়তে । তুমি সারাদিন কাজ করে ক্লান্ত জেনেও স্বার্থপরের মত তোমায় বারে বারে জাগিয়ে দিতাম । একা একা খুব ভয় পেতাম যে । আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, তুমি কি যে খুশি হলে । সেদিন তুমি আমার পছন্দের পিঠা আর গোশত রান্না করেছিলে । এখনও সেই স্বাদ মুখে লেগে আছে । কতদিন যে হলো খাই না তোমার হাতের রান্না, কতদিন দেখি না তোমায় । মনে আছে মা, আমি যখন না জানিয়ে বাড়ি ফিরে আসতাম, তুমি সে কি হুল স্থূল কান্ডই না ঘটাতে । আমার সামান্য জ্বরে তুমি সারারাত জেগে মাথায় পট্টি দিতে, কিন্তু এখানে জ্বর এলো নাকি এলো না তা দেখার সময় নেই । যখন খেলাধুলো করে ঘেমে নেয়ে বাসায় ফিরতাম তোমার আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিতে । সে আঁচলে থাকত এক মা মা মেশানো গন্ধ । জানো মা সেই গন্ধের অনেক অভাব অনুভব করি আজ ।

মা নাফিসা কেমন আছে? শেষবার ও আমার কাছে একটা লাল জামা চেয়েছিল । আনতে পারি নি । বোনটা আমার যে ঐ বার আর কথাই বলল না । ওর অভিমান কি আজও ভেঙ্গেছে?

মা, তুমি কি তোমার এই অবাধ্য ছেলেকে ক্ষমা করতে পেরেছো? কি করি বলো? এক মা কে খুশি করতে যেয়ে আর এক মাকে দুঃখী করতে হলো । তুমি তো তাও অভিযোগ করতে পারো, প্রয়োজনে কিছু চাইতে পারো । এই মা যে তাও পারে না । জন্ম থেকেই নিরবতাই যে তার ভাষা । রাগ করো নাকো মা । তোমার রাগে যে আমার জীবনটা পাপে ভরে যাবে । তুমিই বলো, মা এর বিপদে কি সন্তান নিরব থাকতে পারে? মায়ের কষ্টে কি সন্তান বসে থাকতে পারে? পারে না । এ শিক্ষা তো তুমি দাও নি আমায় । তাই না হয় এবার তোমাকে কষ্ট দিয়ে দিলাম ।

জানো মা, ওরা আমার মাতৃভূমিকে মেরে ফেলতে চায় । ওদের কালো হাতের থাবা আমার মায়ের দিকে বাড়িয়ে দিতে চায় । আমি সন্তান হয়ে তা কিভাবে মেনে নেই বলো? তাদের লোলাপু দৃষ্টি যে চিরতরে শেষ করে দিতে হবে । যেন কোনদিন আর আমার মায়ের দিকে তাকাবার সাহস না পায় । তাই তো তোমায় না জানিয়েই চলে এলাম । আমি জানি তুমি আমায় আসতে দিতে না ।

মনে আছে মা? ছোটবেলায় একবার আম গাছ থেকে পড়ে যেয়ে শরীরের কয়েক জায়গায় কেঁটে ফেলেছিলাম । আর তোমার সে কি বকা আর মার । এত মারার পরেও তুমি ঠিকই ঔষধ আর ব্যান্ডেজ নিয়ে কাজে নেমে যেতে । মনে আছে বাবার মার থেকে তুমি আমাকে কতবার বাঁচিয়েছিলে । যত দুষ্টুমিই করি আমার বাঁচবার আশ্রয় তো একমাত্র তুমিই । কিন্তু সেদিন আমার পায়ে যে বুলেট এসে বিঁধল তার ব্যাথা-কষ্ট বলে বোঝানো যাবে না । এরপর হাতে । এরপর বুকে । একটার পর একটা বুলেট এসে বিঁধতে লাগলো । জানো মা কেন? আমি আমার সাথীদের খোঁজ দেই নি বলে ।
তারা বারবার বলেছে, "মুক্তি কিদার হে । বলো ।"
কিন্তু আমি বলি নি । আমার নিরবতার পুরস্কার হিসেবে প্রতিবার আমার উপর কত যে অমানুষিক নির্যাতন চালিয়েছে । তারা জানে না আমি কার গর্ভে ছিলাম । যদি জানতো তাহলে বুঝতে পারতো এ মুখ দিয়ে কথা বের হবে না ।
খুব রক্ত বের হচ্ছে মা । কোথায় তুমি? এবার তো ব্যান্ডেজ নিয়ে এলে না । বকা ও দিলে না । চোখের সামনে শুধু তোমার চেহারাই ভেঁসে উঠছে । হঠাৎ করেই চোখটা বুঁজে যাচ্ছে । খুলতে পারছি নি । তোমায় একবার দেখতে চাই মা । একবার । শুধু একবার ।
ইতি,
তোমার "খোকা" ।

বি.দ্র. : লেখা সম্পর্কে মন্তব্য আশা করছি ।

মন্তব্য ১৫ টি রেটিং +১০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৩

যাযাবর চখা বলেছেন: আপনের লাইকার বাহিনি কই, ঘুমায় নাকি? ডাইকা তুলেন!!! =p~ =p~

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:০০

হাসান ফরিদ বলেছেন: ধন্যবাদ । ভবিষ্যতেও আপনার নিকট হতে গঠনমূলক মন্তব্য কামনা করছি ।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৮

লুতফুন নাহার বিথী বলেছেন: গুছানো লেখা..

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:০০

হাসান ফরিদ বলেছেন: ধন্যবাদ । ভবিষ্যতেও আপনার নিকট হতে গঠনমূলক মন্তব্য কামনা করছি ।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: লাইকার বাহিনী :D

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:০০

হাসান ফরিদ বলেছেন: ধন্যবাদ । ভবিষ্যতেও আপনার নিকট হতে গঠনমূলক মন্তব্য কামনা করছি ।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:০০

হাসান ফরিদ বলেছেন: ধন্যবাদ । ভবিষ্যতেও আপনার নিকট হতে গঠনমূলক মন্তব্য কামনা করছি ।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

আকাঙ্খা ভৌমিক বলেছেন: দারুন লিখা

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৯

হাসান ফরিদ বলেছেন: ধন্যবাদ । ভবিষ্যতেও আপনার নিকট হতে গঠনমূলক মন্তব্য কামনা করছি ।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০১

মাঈশা জাহান মহীমা বলেছেন: ভালো লিখেছেন

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪১

মাহের ইসলাম বলেছেন: ভালো লেগেছে।
এক মাকে দুঃখী করতে গিয়ে - কথাটা বুঝিনি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৮

হাসান ফরিদ বলেছেন: দেশকে খুশি করতে যেয়ে...

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:




লাইকের সংখ্যা যথেষ্ট কম। X( X((

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৯

হাসান ফরিদ বলেছেন: অনুসরণ করে সঙ্গে থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.