নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান ফরিদ

হাসান ফরিদ › বিস্তারিত পোস্টঃ

তোর আর আমার সমাবর্তন

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩১




গল্প নং : ০০৩


আজ ছাত্র জীবনের বিশেষ দিন। সমাবর্তন । তোর আর আমারও বিশেষ দিন। তোর মনে আছে আজ থেকে চারটি বছর আগে ১৪ ই ফেব্রুয়ারি তোকে আমি কিছু বলতে গিয়েছিলাম। কিন্তু কিছু বলতেই পারি না। পারবোই বা কিভাবে? ঐদিন আমার গলা যে শুকিয়ে মরুভূমি হয়ে গিয়েছিল। তুই না শুনে যখন চলে গেলি অনেক আফসোস হয়েছিল। কেন বলতে পারলাম না।

পরের দিনের কথা মনে আছে তোর? আমি এক লিটার বোতল পানি কিনে এনেছিলাম। তোর সামনে কথা বলতে পারছিলাম না। শুধু পানি খেয়ে যাচ্ছিলাম। তুই বিরক্ত হয়ে বলেই ফেললি, "বসে বসে পানি খাবার জন্যে ডাকছিস? তোর পানি না, অন্য কিছু দরকার।" তারপরও বলতে পারি নি।

এরপর ভালবাসা দিবস থেকে ঠিক ১০ দিন পর আজকের দিন দেখা করি বুকে অনেক সাহস নিয়ে। "নাহ আজ তোকে বলবই।" কিন্তু নাহ। তোকে দেখে আবার গুলিয়ে ফেললাম। তবে এদিন তুই এসে নিজে পানি খাওয়া শুরু করলি। এরপর বললি," আমি মনে হয় জানি তুই কি বলতে চাস। থাক আর বলা লাগবে না। শুধু শুনে রাখ আমার উত্তর 'হ্যাঁ'।"

এরপর থেকে তুই হয়ে গেলি আমার। শুধু আমার। দেখছিস আজ সমাবর্তনে কত যুগল এসেছে। দেখতেই ভালো লাগছে। তাই না রে? ওরা কিন্তু জানেনা তুইও আছিস। আমার সাথেই আছিস। তাদের ধারণা তুই না ফেরার দেশে চলে গেছিস। আরে আমার হৃদয় জুড়েই তো তুই আছিস। আমি থাকা মানেই তো তুই থাকা।

শুধু আফসোস কোনদিন বলতে পারি নি "ভালোবাসি তোকে... শুধুই তোকে"

মন্তব্য ৬ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২৯

মৌনতা বিনতে তাহিয়া বলেছেন: দারুন লেখা

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৫

সৈয়দা আফরিনা নিশি বলেছেন: বেদনাদায়ক।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৩

রাশেদুল বাপ্পী বলেছেন: ভালোবাসা সত্যি মহান

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৫

নিদ্ধি মুখার্জী বলেছেন: ভালো লিখেছেন ।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: ভালোবাসা অনুভব করার বিষয়। বলার দরকার কি?

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৩

করুণাধারা বলেছেন: আপনার পরিচয় ব্লগে পোষা লাইকার বাহিনীর কমান্ডার হিসেবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.