নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Hasan Hamid - হাসান হামিদ is a Bangladeshi author, poet and columnist. Hamid was born on 24 October, 1988 in Abidnagar, Sunamganj District, Bangladesh. His father, Abdul Hamid, was a school teacher and his mother Mansura Khanam is a homemaker. He studied

হাসান হামিদ

হাসান হামিদ একজন তরুণ কবি, গবেষক ও কলামিস্ট। তাঁর জন্ম ১৯৮৮ সালের ২৪ অক্টোবর সুনামগঞ্জ জেলায়। একটি বেসরকারি প্রতিষ্ঠানের গবেষণা ও উন্নয়ন বিভাগে কাজ করার পাশাপাশি দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম লিখেন। বাংলাদেশের বাইরে তাঁর লেখা বেশ কিছু প্রবন্ধ প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রের আর্টিকেল প্ল্যানেট, ফিলিপাইনের জেওডি ও বেলজিয়ামের সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের জার্নালে। সাহিত্যে কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন দেশ পাণ্ডুলিপি পুরস্কার (২০১৮), ডায়লগইন গ্লোবাল বেঙ্গলি লিট ফেস্ট কবিতা পুরস্কার (২০২১) এবং পাললিক সৌরভ তরুণ লেখক সম্মাননা (২০২১)। প্রকাশিত বই চেহেল সেতুন, দাগাল, কালো অক্ষরের ক্লোরোফিল, অজস্র আলোর পেরেক এবং জলছাপ অন্তরজলে।

হাসান হামিদ › বিস্তারিত পোস্টঃ

হাসান হামিদ : করোনাকালীন অর্থনৈতিক বিপর্যস্ততা কতটা কাটিয়ে উঠছে বাংলাদেশ?

১৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৮

বছরের একেবারে শেষ দিকে এসে দেশের অর্থনীতি নিয়ে ভাবলে, এত হিসাব না করেও কিছু কথা বলে ফেলা যায়। গত এক বছরে আর্থিক নানা খাতের সূচকে বাংলাদেশের যে প্রত্যাশা ছিল, তার সবটা পূরণ হয়নি। কোনো ক্ষেত্রে পিছিয়েছে দেশ। তবু মনে প্রশ্ন জাগে, করোনায় বিপর্যস্ত আমাদের অর্থনীতি এরপরও কিছুটা কি ঘুরে দাঁড়াচ্ছে?

দেশের উৎপাদন, আমদানি-রফতানি, বিনিয়োগ, কর্মসংস্থান, বিভিন্ন আর্থিক খাত কিংবা মুদ্রাস্ফীতির মতো গুরুত্বপূর্ণ সূচকে আমাদের অর্জন কম হয়েছে। তবে কিছু ক্ষেত্রে এই করোনাকালেও বাংলাদেশের যে প্রাপ্তি তা সত্যি আশাবাদী হওয়ার মতোই।

একটি ছোট্ট উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। যেমন- করোনাভাইরাসের সংক্রমণের মাঝেই বাংলাদেশ পণ্য রফতানিতে নতুন রেকর্ড করেছে। চলতি বছরের সেপ্টেম্বরে দেশের উদ্যোক্তারা মোট ৪১৭ কোটি ডলার বা ৩৫ হাজার ৪৪৫ কোটি টাকার পণ্য রফতানি করেছেন। অতীতে আর কোনো মাসেই এই পরিমাণ পণ্য রফতানি হয়নি।

এর আগে ২০২০ সালের জুলাই মাসে ৩৯১ কোটি ডলারের পণ্য রফতানি করে বাংলাদেশ, যা ছিল মাসিক হিসেবে সর্বোচ্চ রফতানি আয়। আর এটি এই বছর সেপ্টেম্বরে ছাড়িয়ে গেল!

বাংলাদেশ জিডিপিসহ অর্থনীতির সব সূচকের হিসাব করে থাকে আর্থিক বছর (জুলাই থেকে জুন) ধরে। সেই হিসাবে বিবিএস ২০২০-২১ অর্থবছরের জিডিপি প্রাথমিক যে তথ্য প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন দুই হাজার দুই শত সাতাশ মার্কিন ডলার। অর্থাৎ গত এক দশকে মাথাপিছু আয় প্রায় তিন গুণ বেড়েছে।

কিছুদিন আগে ‘সাউথ এশিয়ান ইকোনমিক ফোকাস’ শিরোনামে একটি প্রতিবেদনে প্রকাশ করেছে বিশ্বব্যাংক। সেই প্রতিবেদনে বিশ্বব্যাংক করোনার ধাক্কা কাটিয়ে বাংলাদেশের অর্থনীতি আবার উচ্চ প্রবৃদ্ধির দিকে যাওয়ার ইঙ্গিত দিয়েছে।

বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ায় মালদ্বীপ ও ভারতের পরই সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হবে বাংলাদেশের। তাদের প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই অর্থবছরে মালদ্বীপের প্রবৃদ্ধি হবে সবচেয়ে বেশি ১১ শতাংশ। ভারতে হবে ৮ দশমিক ৩ শতাংশ। এর পরই বাংলাদেশ ৬ দশমিক ৪ শতাংশ। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আগামী ২০২২-২৩ অর্থবছরে আরও বেড়ে ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে সুখবর দেওয়া হয়েছে বিশ্বব্যাংকের এই প্রতিবেদনে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সম্প্রতি যে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক (ডব্লিউইও) প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে, করোনা মহামারির প্রভাব কাটিয়ে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৫৪ শতাংশ। মাথাপিছু মোট দেশজ উৎপাদনে ভারতকে আবারও ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, চলতি ২০২১ সালে চলতি মূল্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে ২ হাজার ১৩৮ দশমিক ৭৯৪ ডলার। আর একই সময়ে ভারতের মাথাপিছু জিডিপি হবে ২ হাজার ১১৬ দশমিক ৪৪৪ ডলার।

অতীতের তথ্য বিশ্লেষণ করে বলা যায়, করোনা বিপর্যয়ের পূর্বে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে বাড়ছিল। গত ৪ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির গড় হার ছিল ৭ শতাংশের বেশি; কিন্তু করোনা মহামারির কারণে ২০১৯-২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৫১ শতাংশে নেমে আসে। আর ২০২০-২১ অর্থবছরে ৫ দশমিক ৪৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে প্রাথমিক তথ্য দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

এটা জানা কথা যে, করোনার কারণে বিশ্বের বেশিরভাগ দেশের জিডিপি প্রবৃদ্ধি কমেছে। কোনো কোনো দেশে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এ ক্ষেত্রে ব্যতিক্রম কয়েকটি দেশের অন্যতম বাংলাদেশ। সরকার চলতি অর্থবছরে (২০২১-২২) প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরেছে ৭ দশমিক ২ শতাংশ। আর বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে, এবার বাংলাদেশে ৬ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হতে পারে।

গত কয়েক বছর ধরে আমাদের অর্থনীতির সব থেকে শক্তিশালী জায়গা ছিল বৈদেশিক খাত; কিন্তু চলতি অর্থবছরে ভাটার টান পরিলক্ষিত হয়েছে প্রবাসী আয়ে। গত অর্থবছরে অর্থনীতির সূচকগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় ছিল প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। করোনা মহামারির মধ্যেও বছরজুড়ে রেমিট্যান্সের বৃদ্ধি প্রায় অব্যাহত ছিল। ওই অর্থবছরে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে ২ হাজার ৪৭৮ কোটি (২৪.৭৮) ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা, যা ছিল আগের অর্থবছরের চেয়ে ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি। তথ্য বলছে, গত অর্থবছরের ১২ মাসের মধ্যে সাত মাসই ২ বিলিয়ন (২০০ কোটি) ডলারের বেশি রেমিট্যান্স এসেছিল দেশে; কিন্তু চলতি ২০২১-২২ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে কমতি দেখা যায়।

করোনাকালে দেশের অর্থনীতি আসলে ঘুরে দাঁড়িয়েছে রফতানি আয়ের ওপর ভর করে। আর পণ্য রফতানিতে এই নতুন রেকর্ড হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে তৈরি পোশাক খাত। চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই খাত থেকে ৩৪২ কোটি ডলার বা ২৯ হাজার ৭০ কোটি টাকার পণ্য রফতানি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৪১ দশমিক ৬৬ শতাংশ বেশি। আর চলতি বছর রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৩৫০ কোটি ডলার। গত অর্থবছরে রফতানি হয়েছিল ৩ হাজার ৮৭৬ কোটি ডলারের পণ্য।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বিশ্লেষণে দেখা যায়, তৈরি পোশাকের পাশাপাশি হিমায়িত খাদ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশল ও রাসায়নিক পণ্যের রফতানি বেড়েছে। চলতি বছরের জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই তিন মাসে মোট পণ্য রফতানি আয়ের ৮২ শতাংশ পোশাক খাত থেকে এসেছে। এই সময়ে রফতানি হয়েছে ৯০৫ কোটি ডলারের পোশাক, যা গত বছরের একই সময়ের ৮১৩ কোটি ডলারের চেয়ে সাড়ে ১১ শতাংশ বেশি।

উল্লিখিত সময়ে ৫১৬ কোটি ডলারের নিট পোশাক রফতানি হয়েছে। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ১৫ দশমিক ৬৯ শতাংশ বেশি। অন্যদিকে আলোচ্য সময়ে ৩৯০ কোটি ডলারের ওভেন পোশাক রফতানি হয়েছে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ৬ দশমিক ৩৯ শতাংশ। এসব তথ্য বিশ্লেষণ করে বলা যায়, করোনাভাইরাস মহামারির ধাক্কা সামলে আমরা আবার ঘুরে দাঁড়াচ্ছি।

করোনা মহামারি মোকাবেলায় স্বাভাবিকভাবেই ওষুধ, স্যানিটাইজার, টিস্যুসহ অন্যান্য স্বাস্থ্য সম্পর্কিত সামগ্রীর ব্যবহার হয় অনেক বেশি। এসব উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান ভালো ব্যবসা করছে। তবে দেশ শুধু রফতানি বেশি করেছে, তা নয়, এর পাশাপাশি আমদানিও কিন্তু বেড়েছে।

বাংলাদেশ ব্যাংক চলতি ২০২১-২২ অর্থবছরের দুই মাসের (জুলাই-আগস্ট) আমদানির তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, সব মিলিয়ে এই দুই মাসে ১ হাজার ১৭২ কোটি ৪৪ লাখ ডলারের বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে। এই অংক গত বছরের একই সময়ের চেয়ে ৪৬ শতাংশ বেশি। করোনা মহামারির মধ্যেও গত ২০২০-২১ অর্থবছরে ৬৫ দশমিক ৬০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছিল বাংলাদেশ, যা ছিল আগের অর্থবছরের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি।

গত এক বছরের বিভিন্ন আর্থিক সূচকের পর্যালোচনা করলে বোঝা যায়, প্রাকৃতিক দুর্যোগ কিংবা মহামারির মতো অবস্থা মোকাবেলা বা প্রতিরোধে বাংলাদেশের সক্ষমতা প্রমাণিত হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চের (সিইবিআর) এক জরিপে বলা হয়েছে, ২০৩৩ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২৫তম অর্থনীতিতে পরিণত হবে। বাংলাদেশের অর্থনীতির বর্তমান আকার ৩০২ বিলিয়ন, যা ২০৩৩ সালে হবে ৮৫৫ বিলিয়ন।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:



মাথাপিছু আয় বের করার মতো ডা টা আছে আপনার কাছে? নাকি ক্রিকেট কামাল সাহবের ভুয়া ডাটা নিয়ে কথা বলছেন?

২| ১৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:



করোনায় অর্থনীতি ঘুরে দাঁড়ায়েছে, কারণ টিকা কিনতে টাকা খরচ করতে হয়নি; ১০ হাজার টাকার হাসপাতাল বিল ১০ লাখে পরিণত হয়েছে! আপনার পরিবারের কেহ করোনা নিয়ে হাসপাতালে ছিলো, অক্সিজেন কিনেছেন? নাকি সরকারী চাকুরী করেন?

৩| ১৭ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৬

রংবাজপোলা বলেছেন: চাঁদগাজী ভাইয়ের প্রশ্ন শুইনা ভরকাইগা ্যাইবো তো । ছাইরা দেন ।
কোথা থাইক্যা ডাটা পাইলেন হেইঠা ্জানি না তয় লেখাটা জব্বর হইছেক।
র্আরোও লেহা চাই।

কদমবুসি লইয়েন

৪| ১৭ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: করোনায় অন্যান্য অনেক দেশের চেয়ে বাংলাদেশ ভালো ছিল। এটা ঠিক। কারণ এই দেশে সরকারের দায়িত্ব কম। যা করার সাধারণ মানুষকেই করতে হয়। তাই মানুষ সরকারের দিকে তাকিয়ে থাকেনি। নিজেরাই বাঁচার জন্য যা করার করেছে। সরকারের ভুমিকা কম ছিল। এই ক্রেডিট জনগণের। বাংলাদেশ দ্রুত করোনা পরিস্থিতি থেকে স্বাভাবিক হতে পারবে। কিছু আলামতও দেখা যাচ্ছে। পর্যটন কেন্দ্রগুলিতে উপচে পড়া ভীর থেকে বোঝা যায় এই দেশের মানুষ সহজে দমে না।

এক সময় মাথাপিছু আয় ছিল ১০০ ডলার কম। সেটা বেড়ে যদি ৩০০ হয় তাহলে তিন গুন। কিন্তু ৩০০ ডলার কি খুব কিছু। একইভাবে ২০০০ ডলার আয় কি তেমন কিছু অন্যান্য অগ্রগামী দেশের তুলনায়। ভারত আর পাকিস্তানের সাথে তুলনা করে তৃপ্তির ঢেকুর তুলে কোন লাভ নেই। কারণ ওরা নিজেরাই হাজার সমস্যায় জর্জরিত। আর তাছাড়া মাথাপিছু আয় দিয়ে কোন দেশের অর্থনৈতিক সমস্যা সম্পর্কে পরিষ্কার কিছু বোঝা যায় না। এটার মধ্যে অনেক ফাঁকি আছে।

গত ৫০ বছরে সিঙ্গাপুর কত এগিয়েছে আর বাংলাদেশ কত এগিয়েছে। সিঙ্গাপুর কি খুব ধনী দেশ ছিল ঐ সময়। গার্মেন্টস ছাড়া আমাদের তেমন কোন শক্তিশালী খাত নাই। লক্ষ লক্ষ ছেলে মেয়ে বেকার। আমরা অল্পে সন্তুষ্ট এটাই সমস্যা। পৃথিবীর উন্নত দেশের মত আমরা চিন্তা করতে পারি না। দুর্নীতি সর্বগ্রাসী। মানবাধিকারের অনেক অভাব এই দেশে। মানুষ অনেক ক্ষেত্রেই সুবিচার পায় না।

আগের চেয়ে তুলনা করলে অর্থনৈতিক সমস্যা কমেছে। তবে শুধু অর্থনৈতিক অগ্রগতি দিয়ে দেশের সার্বিক অগ্রগতি মাপা যায় না। ধনী আর দরিদ্রের ব্যবধান গত ১০ বছরে অনেক বেড়েছে।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৯

রাজীব নুর বলেছেন: সমস্ত ব্যবসায়ীরা করোনার লোকসান পোষাতে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.