![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কষ্ট পেলে মানুষ আকাশটাকে আপন করে নিতে শিখে।
খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মানুষ তার কষ্ট গুলিকে শেয়ার করে।
মানুষ বলে কষ্টের রং নীল। লালওতো হতে পারতো । আবার গোলাপি হলো না কেন?হতে পারতো.....কিন্তু কষ্ট পেলে মানুষের চেহারা কেমন জানি নীল হয়ে যায়....
কষ্টের রং নীল বৈ কি!
তাইতো আকাশের রং নীল।কত ব্যথাতুর হৃদয়ের কষ্ট জমা আছে এই আকাশে,বলা কঠিন। এ যেন এক কষ্টের ব্যাংক। মানুষ তার কষ্ট জমাতে জমাতে নীল করে দিয়েছে এই সুন্দর আকাশ টাকে।
মেঘ দিয়ে আকাশের নীল ঢাকা আর নেশা করে কষ্ট ভুলা একই কথা...
২৬ শে মে, ২০১৬ দুপুর ১:১৮
হাসান ইমরান বলেছেন: অনেক ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য....
২| ২৬ শে মে, ২০১৬ সকাল ১১:৪৪
শামছুল ইসলাম বলেছেন: চমৎকার ভাবনাঃ
//এ যেন এক কষ্টের ব্যাংক। মানুষ তার কষ্ট জমাতে জমাতে নীল করে দিয়েছে এই সুন্দর আকাশ টাকে।//
ভাল থাকুন। সবসময়।
২৬ শে মে, ২০১৬ দুপুর ১:১৯
হাসান ইমরান বলেছেন: ভাল থাকুন সবসময়.....
৩| ২৬ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন প্রকাশ।
২৬ শে মে, ২০১৬ দুপুর ১:১৯
হাসান ইমরান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৬ সকাল ১১:১৬
মুমু পাখি বলেছেন: সুন্দর লিখেছেন মনের অনুভুতি গুলি। ভালো লাগলো।