![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে নিয়ে কথা বলতে মানুষ পছন্দ করে। অধিকাংশ মানুষই নিজের গল্প নিজে বলে। যে যত বেশি নিজের কেচ্ছা শুনায় তাকে আমরা ততবেশি ব্যক্তিত্বহীন হিসেবে ধরে নিয়।
মানুষ ঠিক যতটাই নিজের কথা বলতে পছন্দ করে ঠিক ততটাই অপছন্দ করে অন্যের কথা শুনতে।
কিন্তু এর একটা ভালো দিকও আছে।
ভারাক্রান্ত মন হালকা করার এটা একটা মোক্ষম উপায় ।যখন কেউ কষ্টে থাকে কিংবা হতাশায় তখন তার মন হালকা করার জন্য চাই এমন একজন যে তার কথা শুনবে। তার চাওয়া পাওয়া গুলো ,তার না পাওয়ার বেদনা গুলো সে যতটা বলবে তার মন ততটাই হালকা হবে। আর এক্ষেত্রে শ্রোতার ধর্য্য ধরে শুনাটা ঔষধ এর মত কাজ করে।
মন খারাপের কথা গুলো বন্ধু অথবা বন্ধুভাবাপন্ন কারো সাথে শেয়ার করুণ । দেখবেন মন অনেকটাই হালকা হয়ে গেছে। এমন কাউকে বলুন যাকে আপনি বিশ্বাস করেন।
আবার ধরুন মন খারাপ নিয়ে আপনি দূরে কোথাও যাচ্ছেন এবং আপনার পাশের লোকটি আপনার অপরিচিত (আবার দেখা হওয়ার সম্ভাবনা নেই) তার সাথে শেয়ার করুন আপনার কথা গুলো । এরপর তার মতামত শুনুন । ভালো লাগবে অবশ্যই। নিজের ভিতরে জমে থাকা কষ্ট গুলো উগরে দিন একটা একটা করা।যতই বলবেন ততই কমবে...
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১:৪১
হাসান ইমরান বলেছেন: হাঁ, এটা খুবই কাজের ।
২| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: একমত। ধন্যবাদ হাসান ইমরান।
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১:৪২
হাসান ইমরান বলেছেন: ধন্যবাদ আপনাকে ও।
৩| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০০
দেবজ্যোতিকাজল বলেছেন: মানুষ নিজেকে ভালবাসে সবচেয়ে বেশি । তাই নিজের কথা বলতে বেশি পছন্দ করে । নতুন কলম কিনতে গিয়ে রিফিল চেক করতে আমরা আগে নিজের নামটিই লিখি
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১:৪৪
হাসান ইমরান বলেছেন: একমত আপনার সাথে। ধন্যবাদ সুন্দর ভাবে বলবার জন্য।
৪| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৭
মো:সাব্বির হোসাইন বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।
খুব সুন্দর কথা বলেছেন।ভালো লাগলো।
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১:৪৫
হাসান ইমরান বলেছেন: ধন্যবাদ অনুপ্রেরণা দেওয়ার জন্য।
৫| ২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২৩
প্রামানিক বলেছেন: আপনার যুক্তির সাথে সহমত। ধন্যবাদ
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:১১
হাসান ইমরান বলেছেন: ধন্যবাদ
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২২
মোটা ফ্রেমের চশমা বলেছেন: সুন্দর লেখা।
কিন্তু সমস্যা হল যাকে নিয়ে মন খারাপের বোঝা, সে-ই মানুষটিই যদি হয় সব বলার সাথী, তাহলে বলবো কাকে?
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:১২
হাসান ইমরান বলেছেন: সে ক্ষেত্রে বিশ্বাসযোগ্য কাউকে খুঁজে নিতে হবে।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১৬
কানিজ রিনা বলেছেন: হালকা হওয়ার জন্য যাতনা বেদনা উগড়ে দেওয়াই
ভাল।