![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
//জীবন দর্শন :--
কেউ যদি জেনে যায় যে তার অন্তিম সময় নিকটবর্তী তখন তার মানসিক অবস্থা কেমন হবে,অনুমান করতে পারবেন ? এই রাতটাই তার জীবনের শেষ রাত এটা জানার পর সে পৃথিবীর প্রেমে পড়ে যায়।সে কাঁদে,কারণ সে ভালবাসে।সে ভুলতে চায় যে তার প্রয়োজন ফুরিয়েছে।
আমি এমন একজন কে দেখেছি যিনি বৃদ্ধ। অন্তিম সময় নিকটবর্তী এবং বুঝে গেছেন যে আজই তার শেষ দিন।তিনি কাঁদছিলেন, হয়তো প্রেমে নয়তো ব্যথায়।
তাকে মৃত্যুর আগেই বারবার মেরে ফেলা হচ্ছিলো।অর্থাৎ তাকে বারবার মনে করিয়ে দেয়া হচ্ছিলো যে তার বেলা ফুরিয়েছে। আর এই কাজটি করছিলেন তার অতি নিকটাত্মীয়রাই।
তিনি যে মানসিক যন্ত্রণা পাচ্ছিলেন তার আপনজনদের কাছ থেকে,তা কোন অংশেই মৃত্যু থেকে কম ছিল না।
সান্ত্বনার নামে তাকে বর্শা দিয়ে খোঁচানো হচ্ছিলো।
:- আহা, এই যাত্রায় আর টিকবে না।
:- আর রক্ষা নেই। ভালো মানুষ ছিল বেচারা।
:- আয়...... একটু মহিষের মাংস খেতে চেয়েছিল...কপালে জুটলো না।!
:- মাটিতে নামিয়ে ফেলো , এই বুঝি গেলো!!
(তিনি অজ্ঞান ছিলেন না)
আমি তাকে দেখতে গিয়ে তার মানসিক কষ্টটা বুঝতে চাইলাম।মনে হল তার কষ্টটা আমাকে ও আচ্ছন্ন করছে।দাঁড়াতে পারলাম না বেশিক্ষণ। মনেহতে লাগলো, বোকা গুলিই(আত্মীয়) তার অগ্রিম মৃত্যুর কারণ।
মধ্যরাতে তিনি তার প্রয়োজন শেষ করলেন। //
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৩৮
হাসান ইমরান বলেছেন: এবং বিশাল অজ্ঞতা ।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৮
ফরিদ আহমাদ বলেছেন: হজপিস আন্দোলনটা আরো জোড়ালো হলে বারবার হয়তো
মৃত্যুবরণ করতে হতোনা।
হজপিস আন্দোলনের কর্মীরা মৃত্যু পথযাত্রীদের শিয়রে দাঁড়িয়ে
শেষক্ষণটা আনন্দদায়ক করে তোলার চেষ্টা করে।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৩
হাসান ইমরান বলেছেন: নতুন একটা বিষয়ে ধারনা পালাম।
এ আন্দোলনটা সম্পর্কে আমি জানতাম না। নামটা আজই শুনলাম ।
বিস্তারিত জানার ইচ্ছে আছে।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৫
একটি পেন্সিল বলেছেন: বাস্তবতা!