![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিকোটিনে পোড়া ভালোলাগা গুলি
উপভোগ করি বামপাশের চিনচিনে ব্যথায়।
শুভ্র ধোঁয়ায় জমাট বাঁধানো কিছু কষ্ট
মাথার একগজ উপরে মিলিয়ে যায়।
কি এক মহাশূন্যতায়।
স্বপ্ন গুলো যেন শুভ্র কাগজে মোড়ানো তামাক পাতা
অসহায়ের মতো পুড়ে যায়।
চিন্তাগুলো শুধু ধবধবে সাদা ধোঁয়ার মতো কয়েকবার পাঁক খায়।
আবার হারিয়ে যায়।
জীবনের কাছে যেন সবকিছু অসহায়
সবকিছু হেরে যায়।
নিকোটিন যেন রক্তে না মিশে যায়।
২| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ১:০৫
ফেনা বলেছেন: ভাল লাগা দিলাম।
=< নিকোটিন যেন মহাশূন্যতায় প্রানের বীজ বুনে।
৩| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ১:২১
মোঃ খুরশীদ আলম বলেছেন: শূণ্যতা গ্রাস করেছে তোমায় ও আমায়।
না জানি কি হয়, কি বা হতে চায়।
ভাল লাগল আপনার কবিতা
৪| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ২:১৬
কাইকর বলেছেন: সুন্দর +++
৫| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৬| ২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
করুণাধারা বলেছেন: "নিকোটিন যেন রক্তে না মিশে যায়"
নিকোটিন সেবীদের প্রার্থনা!! তাই কখনো হয়!! নিকোটিন রক্তে মিশে যাবে, আর্টারি ব্লক করবে, হার্ট অ্যাটাক হবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
তবে কবিতা ভালো হয়েছে।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৮
লাবণ্য ২ বলেছেন: সুন্দর।