![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখাটা অতি সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তবুও সংক্ষেপেই মোদ্দা কথাটা বলে ফেলি যদিও এতে লেখার গুনগত মান কমে যাচ্ছে। ... লেখাটা কয়েক মাস আগের। তাই নতুন কিছু সংযোজন করতে ইচ্ছে করছে না।
:
কিছু মানুষ একটা গুহার ভিতরে এমন ভাবে বন্দী আছে যে, চাইলেই ঘাঁড় ফিরিয়ে পিছনে দেখতে পারে না। ফলে বাইরের আলো আর সূর্য তারা দেখতে পায় না। তারা শুধু গুহার দেয়ালে বাইরের মানুষের ছায়া, আর কথাবার্তার প্রতিধ্বনি শুনতে পায়। অর্থাৎ তারা শুধু বাস্তবতার ছায়া দেখতে পায়। তাদের পিছনে উজ্জ্বল আগুন জ্বলছে। তার মাঝে ছোট একটা দেয়াল।
এখন তাদের মুক্ত করে দেয়া হলে তারা পিছন ফিরে এ দৃশ্য দেখলে ভাববে, আগে যেভাবে ছিলাম সেটাই ভাল ছিল। কেননা আলোর কারণে তাদের চোখ জ্বালা করছে, আর তারা ছোট দেয়ালের কারণে বাইরের পথ দেখতে পাচ্ছে না। ...
তাদের মধ্য হতে যদি কাউকে বাইরের দুনিয়ায় ঘুরিয়ে আনা হয়, সে যদি বাইরের সূর্য, আলো, প্রকৃতি প্রভৃতি দেখতে পায় তাহলে সে আর গুহা জীবনে ফিরে যেতে চাইবে না। এবংকি যদি জোর করেও তাকে গুহায় বন্দী করা হয়, সে সেখানে ছটপট করতে থাকবে। তার মানিয়ে নিতে কষ্ট হবে।
আর গুহার ভিতরের মানুষ গুলো তার ছটফটানি দেখে তাকে নিয়ে উপহাস ও অবজ্ঞা করবে। কেননা তারা বাইরের জগৎ সম্পর্ক্যে জানে না।
এটাই প্লেটোর গুহা-রূপক। প্লেটোর এই গল্পের অন্তর্নিহিত অর্থ ব্যাপক ও বিশাল । এটি একটি রূপক গল্প যার মাধ্যমে প্লেটো জ্ঞানী আর অজ্ঞানীর মধ্যে পার্থক্য দেখিয়েছেন।
[ সক্রেটিস থেকে সার্ত্রে: দার্শনিক অন্বেষা। ]
(সংক্ষেপে)
April 16,2020
২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৬
হাসান ইমরান বলেছেন:
তাতো বটেই। প্লেটোকে নিয়ে আরো কিছু লেখা প্রকাশ করবো যদি হাতে পর্যাপ্ত সময় পাই। প্লেটোকে যদি আমরা না পেতাম তাহলে সক্রেটিসের মতো মহান দার্শনিককেও আমরা হারিয়ে ফেলতাম ।
২| ২৪ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৭:২৫
এম এ হানিফ বলেছেন: সংক্ষিপ্ত হলেও দার্শনিক যা বোঝাতে চেয়েছেন তা ফুটে উঠেছে।
২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩১
হাসান ইমরান বলেছেন:
ধন্যবাদ, পড়ার জন্য।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৭:২৮
রাসেল বলেছেন: If the explanation of Pleto is known to you, please share with us.
২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৭
হাসান ইমরান বলেছেন:
"সক্রেটিস থেকে সার্ত্রে: দার্শনিক অন্বেষা" গ্রন্থে প্লেটোর ব্যাখ্যাটা সরাসরি দেয়া হয়নি। তাই তারমতো করে ব্যাখ্যাটা আমার জানা নাই। তবে সেখানে এই রূপকের সংজ্ঞাটাকে পাঠককেই নিজের মতো করে কল্পনা করে নিতে বলা হয়েছে যে, তা বাস্তবতা ও চলমান সমাজব্যবস্থার সাথে কতটুকু সাদৃশ্য বা বৈসাদৃশ্য ।
৪| ২৪ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩২
হাসান ইমরান বলেছেন:
আমার ব্লগে স্বাগতম আপনাকে।
৫| ২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫২
মেহেদি_হাসান. বলেছেন: শিক্ষনীয়
২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৬
হাসান ইমরান বলেছেন:
হা, অনেক ব্যাপক বিষয় লুকিয়ে আছে এর ভিতর। উক্ত বইতে এই রূপকের সংজ্ঞাটাকে পাঠককেই নিজের মতো করে কল্পনা করে নিতে বলা হয়েছে যে, তা বাস্তবতা ও চলমান সমাজব্যবস্থার সাথে কতটুকু সাদৃশ্য বা বৈসাদৃশ্য ।
৬| ২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৭
রাজীব নুর বলেছেন: হাসান ইমরান বলেছেন:
তাতো বটেই। প্লেটোকে নিয়ে আরো কিছু লেখা প্রকাশ করবো যদি হাতে পর্যাপ্ত সময় পাই। প্লেটোকে যদি আমরা না পেতাম তাহলে সক্রেটিসের মতো মহান দার্শনিককেও আমরা হারিয়ে ফেলতাম ।
সহমত।
২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৮
হাসান ইমরান বলেছেন:
ধন্যবাদ।
তবে আমার নিজস্ব কোন মতামত নেই এখানে।
৭| ২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪২
নেওয়াজ আলি বলেছেন: শিক্ষণীয় পোষ্ট । ভালো লাগলো ।
৮| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ।
তবে আমার নিজস্ব কোন মতামত নেই এখানে।
মতামত দিতে ভয় করে। তাই অন্যের মতামত দিয়ে সহমত হয়ে যাই।
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:৪৫
কালো যাদুকর বলেছেন: এজন্যই প্লেটো একজন মহান দার্শনিক। চমৎকার বর্ণনা।