![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এভাবে আরো কত কথা হবে
কত কথা রয়ে যাবে না বলা।
কত আবেগের সমাধি রচিবে
ছিড়ে যাবে কত বিনিসুতার মালা।
এভাবে আরো কতো দেখা হবে
চোখে চোখে সৃজিবে যত মায়া... ।
ভাষাহীন হয়ে ফিরে যাবে আঁখি
বাঁকা পথে শুধু পড়ে রবে ছায়া।
এভাবে আরো কত পরিচয় হবে
কত পরিচিত, পথে হারাবে শেষে।
অপরাহ্ণকালীন ধুধু বেলাভূমির
রাঙাধুলি পায়ে জড়াবে এসে।
এভাবে আর কয়েকটা দিন পর
জীবনের রঙ যদি যায় ফিকে।
অচিনপূরের রাজপ্রসাদের ছায়ায়
মৃতদেহ গুলো খাবে কাকে!
৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:০০
হাসান ইমরান বলেছেন:
ধন্যবাদ আপনাকে ।
২| ২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:০০
হাসান ইমরান বলেছেন:
মন্তব্য জানানোর জন্য ধন্যবাদ ।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩০
মেহেদি_হাসান. বলেছেন: খুব সুন্দর হয়েছে।
৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:০১
হাসান ইমরান বলেছেন:
মন্তব্য জানানোর জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।