![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি বুঝিবেনা বন্ধু - এ কেমন তর বিরহ জ্বালা।
এ কেমন ভাঙা দেয়ালের ধারে, এ কেমন ছেঁড়া পুতির মালা।
এ কেমন স্থবির ঋতুহীন সময়
ঘোর আঁধিয়ার রাতি চাঁদনি বিহীন।
কেমনি কাটিয়া আসে যামিনী প্রভাত,
মেঘ হয়ে থাকে সারাটা দিন?
এখানে বনলতা হাসেনাকো সকাল বেলায়
শুনিনাকো কলকাকলি ।
এখানে কেটে যায় দিনকাল হেলায়
বেদনার নীল রঙ খেলে যায় হলি।
এখানে খেলেছে নিয়তি নিঠুর খেলা ।
তাই বুঝি ভেঙেছি হৃদয়,...
পরাজয় হয়েছে দিয়ে অবহেলা ।
এখানে আর নেই হারনোর ভয়।
বন্ধু শুনো...
জনমানব শূন্য প্রান্তরের মাঝখানে এসে দাঁড়াও যদি।
বাতাসের সুরে কান পেতে শুনো পেয়ে হারানোর কান্না যদি।
যদি থেমে যায় দখিণা পবন, দিগন্তে হারায় দৃষ্টি যদি।
বারিহীন শ্রাবণ চৈত্রমাসে পথ হয়ে যাবে শুষ্ক নদী।
তবুও তোমার চোখের কোনে
হয়তো নোনাজল আসিবে না।
তুমি বুঝিবেনা বন্ধু--তুমি বুঝিবেনা।
(অক্টোবর ০৮,২০২০)
৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৬
হাসান ইমরান বলেছেন:
ধন্যবাদ, পড়ে মন্তব্য জানানোর জন্য।
২| ৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৯
নেওয়াজ আলি বলেছেন: অত্যন্ত ভালো লাগল।
৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১০
হাসান ইমরান বলেছেন:
ধন্যবাদ ।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৩
হাসান ইমরান বলেছেন:
হৃদয়ের কথাগুলি যখন কবিতা হয়ে বের হয়ে আসে ভাষা তখন সহজসরল হয়।
ধন্যবাদ আপনাকে আমার কবিতা পড়ার জন্য।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
৩১ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৪:২৭
হাসান ইমরান বলেছেন:
মন্তব্যের জন্য ধন্যবাদ ।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৩
এস এম মামুন অর রশীদ বলেছেন: আশা করি, শক্তিশালী বহুমাত্রিক ব্লগার হিসেবে আপনি আমাদের কবিতা দর্শন ইতিহাস উপহার দিয়ে যাবেন সতত। শুভকামনা।
৩১ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৪:৩০
হাসান ইমরান বলেছেন:
অনুপ্রেরণা মূলক মন্তব্য জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। যখন কবিতা পড়ে কেউ তার অভিব্যক্তি জানায় যে তার ভালো লেগেছে, তখন সত্যই অনেক ভালো লাগে। আমার ব্লগে স্বাগতম আপনাকে ।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২০
মেহেদি_হাসান. বলেছেন: বাহ্ সুন্দর কবিতা