নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংগীত মানুষকে পরম সূখী করতে পারে

হাসানমনজু

পৃথিবীতে ভাল গান শুনার জন্য বেঁচে আছি।স্রষ্টা যদি কান আর চোখ এ দুটির যে কনো এক জোড়া ফেরত চায় আমি চোখ জোড়া ফেরত দেবো। হাসান মাহমুদ মনজু

হাসানমনজু › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা

০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১:০৭

"বড় প্রেম শুধু কাছেই টানে না, অনেক দুরেও ঠেলিয়া দেয়"--যথার্থই বলেছেন শরৎ বাবু ।ভালবাসা মানুষের জীবনে সবসময় শুধুই সুখের ডালি নিয়ে হাজির হয়না ,কখনো কখনো দুঃস্বপ্ন হয়েও হানা দেয় । ভালবাসা নিজের অজান্তে মানুষের জীবনে শুধু একবারই আসে ।জীবনে প্রথম যাকে এক পলক দেখার জন্য যে ব্যাকুলতা ,দুরু দুরু বক্ষে যার কল্পনায় পাগল পাগল ছন্নছাড়া ভাব হয়তো তার নামই ভালবাসা ।ভালবাসা মানুষের দয়া,সহানুভূতি এবং স্নেহের বহিঃপ্রকাশ ।ভালবাসা হলো সহজাত প্রবৃত্তি,সঙ্গ ,অনুষঙ্গ,একসাথে পথচলা আবেগ,রুচি,পছন্দ,আস্থা,বিশ্বাস,বোঝাপড়া আর নির্ভরশীলতার সন্নিবেশ । মানুষের জীবনে ভালবাসার সেই প্রথম মানুষটিই বাস্তবে নাহয় কল্পনায় নিঃস্বতা বা মহার্ঘ্য প্রাপ্তীতে পরবর্তী সারাটি জীবনের অনুষঙ্গী হয়ে থাকে ।সুবাসে,সুরে,ছন্দে,বর্ণে,কল্পনায় সে সুরভিত হয়, অণুরনীত হয়,আন্দোলিত হয়,আচ্ছন্ন হয় নষ্টালজিয়ায় ।আসলে ভালবাসার প্রকাশভঙ্গি এবং বর্ণনা ব্যক্তিভেদে ভিন্ন । হৃদয়ের ক্যানভাসে মনের মাধুরী মিশিয়ে ভালবাসাকে আঁকে একেক জন একেক রঙে ।"অভাব------পালিয়ে যায়"--এ উক্তি আমি মোটেই বিশ্বাস করি না । অভাব যদি হয় তবে সে অর্থের নয় । অভাব হয় বোঝাপড়ার,আস্থার,বিশ্বাসের,নির্ভরতার ।আমার অধরা ভালবাসা আপেক্ষিক নয় চিরন্তন,শ্বাশ্বত,অবিনশ্বর,অনন্ত, চীরদিনের যা ছোঁয়া যায়না,দেখা যায়না শুধুই অনুভবের ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.