![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি ফুলকে বাঁচানোর শপথ নিয়ে
যে দেশের যুদ্ধ , যে দেশের স্বাধীনতা
সে দেশে ক্রমাগত বিরুদ্ধ মতের অর্ন্তর্ঘাতে
একটির পর একটি ঝরছে তাজা ফুল
এ দেশ কি কেবল কিছু উগ্র ধর্মান্ধের
তবে কেন মুক্তবুদ্ধি চর্চায় প্রান দেয়
বাউল সাধক শফিউল আলম
কবিতা লিখে দেশান্তরী দাউদ হায়দার
প্রগতির ধ্বজাধারী বোবা কালা
ক্ষমতার দ্বৈরথে দৃষ্টিহীন রাজনীতিক
মুক্তবুদ্ধি চর্চায় ,জ্ঞানের উৎকর্ষতায় দ্বিমত হও
বিকশিত হও ভিন্নমত আর বহুত্বের চর্চায়
বিকশিত হও যুক্তি জ্ঞানের প্রবহমানতায়
তবে যুক্তির জবাব যুক্তিতে চাই
চাপাতির কোপে নয়
হুমায়ুন আজাদ,রাজিব,অভিজিৎ
পাকিস্তান মনস্তত্বে নাড়া দেওয়া একুশের মাসে
এ পরাজয় মনুষ্যত্বের এ পরাজয় মানবতার
আজ শোক জানাতে আসিনি
একুশের প্রথম কবিতার শপথ
শোকের মশাল প্রজ্জলিত হোক দ্রোহের আগুনে
©somewhere in net ltd.