নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংগীত মানুষকে পরম সূখী করতে পারে

হাসানমনজু

পৃথিবীতে ভাল গান শুনার জন্য বেঁচে আছি।স্রষ্টা যদি কান আর চোখ এ দুটির যে কনো এক জোড়া ফেরত চায় আমি চোখ জোড়া ফেরত দেবো। হাসান মাহমুদ মনজু

হাসানমনজু › বিস্তারিত পোস্টঃ

বাঙ্গালী না বাংলাদেশী

০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

গত৫৬ দিনের অবরোধ হরতাল, সংঘাত-সহিংসতা,নৈরাজ্য আর নাশকতায় জনজীবন বিপন্ন ।স্বাভাবিক শান্তি,স্বস্তি ও নিরাপত্তাহীনতায় দূর্বিসহ । সার্বক্ষনিক শঙ্কা,উদ্বেগ ও অনিশ্চয়তা নিয়ে কাটছে মানুষের সময় । নারী,শিশু এমনকি ঘুমন্ত মানুষকেও অগ্নিদগ্ধ করে মারতে কুন্ঠাবোধ করছে রাজনৈতিক সন্ত্রাসীরা । পৃথিবীর গনতান্ত্রীক সব দেশে সরকারীদল,বিরোধীদল, আন্দোলন সব আছে । কিন্তু আমাদের দেশের মত একটি অভিন্ন ভাষা,কৃষ্টি ও সংস্কৃতির মানুষের মধ্যে এত হিংসা, বিদ্বেষ অন্তর্ঘাত আর কোথাও নেই । এই অন্তর্ঘাতমূলক পরিস্থিতির কারন রাজনৈতিক বা আইন শৃঙ্খলা জনিত অবনতি যাই হোক না কেন এটা জাতির জান মালের এবং দেশের অর্থনীতির অপূরণীয় ক্ষতি করে একসময় থেমে যায় । এই দূর্ভাগ্যজনক পরিস্থিতি থেকে জাতির আশু পরিত্রাণ দরকার । ভবিষ্যতে আন্দোলন হলেই
যেন এ রকম বর্বর ,পাশবিক, হিংস্র অন্তর্ঘাত আর না হয় সব দল বসে তার একটি সমাধান করা উচিৎ ।
বাহ্যিক ভাবে দুই দলের মধ্যে ক্ষমতায় যাওয়ার এবং ক্ষমতায় টিকে থাকার দ্বন্দ্ব যতটা প্রকট তার চেয়েও বেশী সমস্যা মৌলিক অবস্থানে । মৌলিক বিষয়ে দুই দলের রাজনীতি বিপরীতমূখী ও সাংঘর্ষিক । কারন আমাদের নতুন প্রজন্ম বেড়ে উঠে বিভক্ত চেতনায় ও আদর্শে । জাতির কোমলমতি শিশুদের রাজনীতিবিদরা তাঁদেব স্ব-স্ব শাসন আমলে "বাঙ্গালী না বাংলাদেশী" "জয়বাংলা না জিনাদাবাদ" এবং "জয় বাংলা বাংলার জয় না প্রথম বাংলাদেশ"-এই জাতি,শ্লোগান এবং ভাবনা সংগীতে বিভক্ত করছে । আসলে আমরা যে ভাষায় বাঙ্গালী সীমানায় বাংলাদেশী ।
যতদিন জাতি এবং দেশের বৃহত্তর স্বার্থে মৌলিক বিষয়ঃ মুক্তিযুদ্ধ,যুদ্ধাপরাধীর বিচার,অভিন্ন পররাষ্ট্রনীতি এবং স্বাধীনতার প্রশ্নে সবদল সহমত হতে না পারবে ততোদিন অনীকরা রাস্তায় রক্তাক্ত হবে ,ঘুমন্ত অবস্থায় হিংসার আগুনে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ দেবে অন্ধ মায়ের একমাত্র শ্রমজীবি ছেলে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.