![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
----------------------------------
মানুষ হতে চাইনা বিধি জন্ম নিয়ে মানব কুলে
এক ফাগুনের আয়ু হলেও গাজরা হবো প্রিয়ার চুলে
এক দিনের অায়ু হলেও ফুল হবো প্রিয়ার বাগে
তিন প্রহরে সুবাস হবো সকাল বিকেল সন্ধ্যারাগে
প্রিয়ার হাতে অর্ঘ্য হবো অগ্নিঝরা একুশ প্রাতে
শহীদ বেদীর সোভা হবো ছেলে হারা মায়ের হাতে
বেণীর দোলায় কবরীতে সাজিয়ে দিও প্রিয়ার চুল
আমায় দেখে গান শুনাবে উদাসী বুলবুল
অস্তরাগের গধুলীতে নয়তো কোনো সবুজ প্রাতে
অবুজ প্রিয়ার মান ভাঙ্গাতে সাজিয়ে দিও ফুলদানীতে
বাসর রাতে প্রিয়ার গলে দেবীর পায়ে অর্চনাতে
চাঁদের হাটে মিলন মেলায় রং ছড়াবো সবার হাতে
এক দিনেরই আয়ু হলেও সাজিয়ে দিও বরণ ডালায়
প্রিয়ার বুকে জড়িয়ে রবো চিরদিনের মিলন মালায়
মানুষ হয়ে চাইনা বিধি মানব কুলে জন্ম নিতে
এত দুঃখ পেলাম আমি জন্ম নিয়ে পৃথিবীতে
©somewhere in net ltd.