নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংগীত মানুষকে পরম সূখী করতে পারে

হাসানমনজু

পৃথিবীতে ভাল গান শুনার জন্য বেঁচে আছি।স্রষ্টা যদি কান আর চোখ এ দুটির যে কনো এক জোড়া ফেরত চায় আমি চোখ জোড়া ফেরত দেবো। হাসান মাহমুদ মনজু

হাসানমনজু › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নভূক কবি : হাসান মনজু

০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১২

ভেবেছিলাম আরশীতে নিয়নের প্রতিবিম্ব
পূর্ণতীথির ইস্তেহারে জানলা খুলে তন্ময়
রূপোলী হ্রদের বিস্তারে সাবানের মত গুলছে মধ্যরাতের চাঁদ
চাঁদের স্তুতিতে একটি শব্দও লিখতে পারিনি
তবে হৃদপিন্ডের গোপন অলিন্দে বিদ্রোহী পংক্তিমালার মিছিল
অসংখ্য শব্দবাণ নৃশংস সুনামির মত আঁছড়ে পড়ে স্মৃতির বেলায়
মস্তিস্কের অন্ধগলিতে লুকিয়ে রাখা প্রিয়া তথৈবচ হলো নিষ্ঠুর উল্কাপাতে
কিছুতেই তাদের সাজাতে পারিনি অন্তমিলে
ফুলের পংতিমালায় কবিতাগ্রস্ত কবি
যতক্ষণ কবিতাগ্রস্ত, কবি পাঁড়মাতাল নেশাগ্রস্ত
যতক্ষণ ছন্দের অন্তমিলে অতৃপ্ত কবি ততোক্ষণ অপ্রকৃতিস্ত
ক্ষুধাহীন,নিদ্রাহীন,পাগল পাগল,ছন্নছাড়া,দমচাপা মানসিক রুগী
আপাদমস্তক ডুবে থাকা কবিতায় কবির রুদ্ধশ্বাস কষ্টক্ষরণ
কখনো নির্বেদ জোৎস্নায় কখনো স্বপ্নঘোর আমাবস্যায়
অন্ধকার ব্যবচ্ছেদে লোক লোকান্তরের ওপারে
খুঁজে পাই উথাল পাথাল কবিতা
এই স্বপ্নভূক কবির কোনো একটি কবিতা
যদি কোনোদিন স্মৃতিসৌধ নির্মাণ করেও ফেলে
রোদজ্বলা সূর্য্যের তপ্ত মধ্যান্যে কোনো করুন পথিক
তার তলায় দু'দন্ড জিরিয়ে নিও
দু' ফোটা চোখের জল যদি খুব বেশী দামী হয়
দিও নাহয় দমচাপা কিছু দীর্ঘ্যশ্বাস

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৭

সালমান মাহফুজ বলেছেন: কবিতা ভালো হয়েছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.