![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংসার নামের খেলাঘরে
নিছক মাছ পটলের দরে
বাজারের ফর্দে মান অভিমান
রাগ অনুরাগ বৈষয়িক সূখের সন্ধান
অনেক ক'টা বছর কাটিয়ে এক সাথে একাকিত্বে
যার যার মত সূখের ভান
মন খারাপ,আড়ি,মাঝে মাঝে নির্বাক মৌনতায়
পরিবার পরিবৃত দূরদর্শন সন্ধ্যার আয়েসী সোফায়
জল চেয়েছি তো ঊষ্ণ বালি
ফুলের বদলে কাঁটার ডালি
সূখের আশায় জীবন বাজী
জীবন দিয়েছে দুঃখের সাঁঝি
ঊষা লগ্নে খুনসুটি গোধুলীর উদাসি মন
বিবর্ণ স্মৃতির হানা যখন তখন
ভাবনার পানসিতে মন চলে ভেসে
অদ্ভুত কোনো নিরবতায় নিঃসঙ্গ আবেসে
বর্ষন মূখর সন্ধ্যা ঝড়ো হাওয়ার রাতে
ফেলে আসা স্মৃতি গুলো ফিরে এক সাথে
কোনো কোনো সূখস্মৃতি গোপন দীর্ঘ্যশ্বাস
দু'চোখের কোল বেয়ে নিরব জলোচ্ছাস
জীবনের বাঁকে বাঁকে যত্নে বোনা স্বপ্নের অভিঘাত
এত চেনা তবুও অচেনার গভীরে নিরব রক্তপাত
সব ভুলে কদাচিৎ তবুু মিছে আশা
আলোকবর্ষ দূরে অচ্ছুৎ ভালবাসা
©somewhere in net ltd.