![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
প্রথম যেদিন সাজলে তুমি
চাঁদের মূখ ভার
মূগ্ধ হলো এই পৃথিবী
আমি একাকার
২
প্রথম যেদিন জল চাইলে
আমি হলাম নদী
হৃদয়ের দু'কুল ছেপে
বইলো নিরবদি
৩
প্রথম যে দিন গাইলে তুমি
আমার হলো মরন
সকাল সাঁঝে মনের মাঝে
সুরের গুঞ্জরণ
৪
প্রথম যে দিন মেঘ চাইলে
আমি হলাম বৃষ্টি
এই পৃথিবী ভেসে গেলো
প্রথম অনাসৃষ্টি
৫
প্রথম যেদিন পড়লো চোখে
তোমার চোখের আলো
পৃথিবীটা বদলে গেলো
মন্দ হলো ভালো
৬
প্রথম যেদিন চাইলে সুবাস
আমি হলাম ফুল
ভালবাসায় সুরভিত
মনের দু'কুল
৭
প্রথম যেদিন সুর বিবাগী
আমি হলাম পাখী
গান শুনিয়ে সারাবেলা
করি ডাকাডাকি
৮
প্রথম যে দিন নির্মোহ তুমি
আমার হলো মরন
ধরার যত দুঃখ ব্যথা
করলো আমায় বরণ
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০১
আরণ্যক রাখাল বলেছেন: বাহ!