![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাঙামাটির নৈসর্গিক দৃশ্য এখন চোখ জুড়ানো, নয়নাভিরাম । দিগন্ত ছোঁয়া পাহাড়, গাঢ় সবুজ বনের পর বন । গাছ গাছালিতে বসন্তের নবীন কিশলয় । নূতন গজানো কচি পাতায় টিয়া পাখির ডানার মতো সবুজ রঙ । বাঁধের কোথাও শিমুল শাখায় রক্তিম ছটা । আম কাঁঠাল লিচু গাছে নূতন গুটি । পাখ পাখালির ঝাঁকের কিচির মিচির । যেন পটে আঁকা ছবি । হাট বাজার গুলোয় বাহারী তরমুজের সমারোহ । আসছে আদিবাসী ধর্ম, কৃষ্টি ও স্বাংস্কৃতিক ঐতিহ্যে ঋদ্ধ পাহাড়ীদের সবচে' বড় উৎসব বৈসাবি (বৈসুক,সাংগ্রাই, বিজু )। উৎসবের আনন্দে বর্ণীল সাজে সাজবে প্রকৃতি । পাহাড়,হ্রদ,ঝর্ণা আর উপত্যকায় শোভিত এই আশ্চর্য প্রান্তিক ভূমির আকাশে,বাতাসে,মাটিতে অনুরণীত হবে বুনো ছন্দ আর পাহাড়ী সুরের গুঞ্জরণ । এমন সূখের দিনে রাঙামাটীতে আপনাকে স্বাগতম ।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৪৫
মনিরা সুলতানা বলেছেন: জানতাম না তো এর নাম ।।
ধন্যবাদ লেখার জন্য