![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের অলিগলি বেয়ে নচ্ছার স্মৃতি হানা দিয়ে যায়
স্মৃতির ঘুণপোকা সাদাকালো ছবি কুঁড়ে কুঁড়ে খায়
তপ্ত দুপুর সোনালী বিকেল ক্ষণে আসে ক্ষণে পালিয়ে বেড়ায়
স্মৃতির শেকলে বন্দী অতীত বড় অসহায়
নচ্ছার স্মৃতি বারবার শুধু হৃদয় খুঁড়ে ক্ষত জাগায়
সময় প্রলেপে ক্ষত মিলায তবুও স্মৃতির দাগ রয়ে যায়
ফুসফুস জুড়ে নিকোটিন ভরে বলি ওরে স্মৃতির দল
এবার ফুরোবে যত ছলাকলা কূট কৌশল
বিবর্ণ অতীত আহুতি দিয়ে শুধু পেতে চাই বর্তমান
অতীত বলে পালাবি কোথায় আমি সময়ের শিরস্ত্রাণ
আরো কতকাল মন্থর সময় কাটবে আমার ক্লান্তির সুরে
গড়িয়ে গড়িয়ে চলবে জীবন ধুঁকে ধুঁকে পুড়ে জীবিকার ঘোরে
তবুও বিছাও স্মৃতির আঁচল কিসের আশায়
দিন চলে যায় কূহেলীর পথে মায়াবী নেশায়
স্মৃতি ভুলতে যত ছলাকলা আসলে নইতো কবি
ভরা পেয়ালার মদিরায় ভাসে প্রিয়ার ঝাপসা ছবি
©somewhere in net ltd.