নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংগীত মানুষকে পরম সূখী করতে পারে

হাসানমনজু

পৃথিবীতে ভাল গান শুনার জন্য বেঁচে আছি।স্রষ্টা যদি কান আর চোখ এ দুটির যে কনো এক জোড়া ফেরত চায় আমি চোখ জোড়া ফেরত দেবো। হাসান মাহমুদ মনজু

হাসানমনজু › বিস্তারিত পোস্টঃ

অধরা কেমন আছো : হাসান মনজু

০৯ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:৩৫

দীর্ঘ লন, সান্ত্রী পেরিয়ে দোতলার সিঁড়ি ভেঙ্গে
বিশাল লাল বাড়ীটার স্মৃতির দোরগড়ায়
মেটে রঙের টবে দাঁড়িয়ে দুলছে সুখী গোলাপ
তার উপর অধরার হাসি মাখা ঠোঁট,সুখ ভরা মুখ
কতদিন পর আবার তেমনি স্মৃতির অনুভব
কেমন আছো অর্ক ?
তুমি এত ক্লান্ত এত বিমর্ষ কেন ?
এইতো ঘুণ ধরা মনের দিন চলে যায়
খায় দায় সানকি বাজায়
না না প্লিজ হেয়ালী কোরোনা
শুনেছি এখন কবিতা লেখো ,বাঁশী ছেড়ে কলম ?
কাটা ঘায়ে অম্লের মলম ?
ফের হেয়ালী ,প্লিজ সত্যি বলো সুখে আছো ?
আমার সুখের অসুখ তুমিই অধরা,হৃদয়ের রক্তক্ষরণ
অর্ক নামের অর্থ জানো ?
নিজে জ্বলে বিশ্ব চরাচরে উত্তাপ বিলানো
জানতে চাইলে না আমি কেমন আছি ?
তোমার কি অধরা সাত মহলা বাড়ী
শান-বাঁধানো ঘাটে সুখের জুড়িগাড়ী
তেলরঙে আঁকা পূর্বপূরুষের ছবি
জলসাঘর,ঝাড় লন্ঠণ,দাসদাসী সবি
সামনে সখী পেছনে সখী সাথে সখা
সুখের পোট্রেট জল রঙে আঁকা
হাস্নুহেনার শিকর নেমেছে সুখের সাগরে
শাখায় প্রশাখায় ময়ূর পাখি
ফাঁকে ফাঁকে নীল আকাশ জোৎস্না রাতে চাঁদের উঁকি
সুখের বেদীতে গা
মখমলের গালিচায় পা

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:২৭

অদৃশ্য প্রতিভা বলেছেন: that's fine to read.

২| ০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ ভালো লেগেছে। কবিতারা যেন গল্প হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.