![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি কারণের মৃত্যু আরেকটি কারনে
আপণ হয়ে ওঠার কারণ হারায় নূতন কারণে
ভালবাসা সম্পর্ক বদলে যায় চাহিদা প্রত্যাশায়
অতীতের মৃত্যু বর্তমানের প্রচন্ডতায়
ভালবাসা বদলে যায় নুতন ভালবাসায়
অর্ন্তযাত্রার উদ্দিষ্ট পথ দ্বিধাগ্রস্থ অনিশ্চয়তায়
মানুষের তৈরী শৃঙ্খলার শেকল ভাঙ্গে মানুষ
লোভ চাহিদায় মানুষ হয়ে ওঠে আরো অমানুষ
আপণ হয়ে ওঠার কারণ হারায় নূতন কারণে
ভালবাসার মৃত্যু নুতন মোহের বাণে
আপন জনের দাবী জানায় ঘরের আসবাব
মানুষের সত্যরূপ বদলানো স্বভাব
অধর গোলাপে ছোঁয়া ঠোঁটের আদ্রতা
শুধুই ধূসর মরুর ঊষর রুক্ষতা
পাঁজরে পাঁজর মেলানো ব্যাকুলতা
তার গহিনে শুধু অথৈ শূণ্যতা
মানুষ হয়ে ওঠার শর্তাবলী : সভ্যতা
ভালবাসা কিছুনয় ? জেনেসিসের আদিম বন্যতা
ওয়াহিদ ভাই, আমার নূতন কর্মচারী কাজে যোগদানের দ্বিতীয় দিনেই তার চলাফেরা চালচলনে অসংলগ্নতার সুলুক সন্ধানে বেরিয়ে আসে এই কবিতার পটভূমি । মধ্যপ্রাচ্যে ভাল চাকরী করতেন । দুই মেয়ে ষষ্ট এবং নবম শ্রেণীতে অধ্যয়ণরত,সূন্দরী স্ত্রী,সূখের সংসার । বিদেশে অবস্থান কালে একদিন খবর পান তার স্ত্রী দুই মেয়েকে ফেলে নূতন স্বামীর সংসারে চলে গেছেন্ ............ছবিগুলো রিভার্স মুডে । যখাযখ ছবি সংগ্রহে নেই ,তবুও প্রতীকি অর্খে দিলাম । কিছু বদলে দিয়েছি আবার পড়লে আশা করি ভাল লাগবে । আপনার মত বোদ্ধা এবং বিদগ্ধ সাহিত্যানুরাগী আমার মত মূঢ়, গুড ফর নাথিং, কুষ্মান্ডের লেখা আগ্রহ নিয়ে পড়া এবং মন্তব্যের জন্য যারপরনাই কৃ্তজ্ঞতা । আপনার অর্ন্তজগত সাহিত্য এবং সংগীতময় ে হয়ে থাকুক চিরদিন ।শুভ নববর্ষ ।
©somewhere in net ltd.