![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ জীবন ছেড়ে আমি পালাতে চাই
এর দেয়ালে দেয়ালে অসহ্য সব বিষন্ন স্মৃতি
বহু বছর পর খুব স্পষ্ট উচ্চারণে বললে
অনেক অনেক ভালবাসি তোমায়
আমার সারা শরীর এলিয়ে এলো
দৃষ্টি ঘোলাটে, চিন্তাশূণ্য মন, স্থির শরীর
অন্ধকার,সাথে নেমে আসছে বিস্মৃতি
সময় যেন ভেসে যাচ্ছিলো নীল নক্ষত্রে
আমি ভেসে গেলাম মহা অনন্তের পানে
আমি কি মরে যাচ্ছিলাম, আমার মৃত্যু চাও তুমি ?
আমার আর কিছু মনে নেই
শুধু মনে হলো আমার ভেতর থেকে
কে যেন পালিয়ে গেলো অতীতে
প্রিয়তমা, জীবন বড় ছোট
দ্রুত ফুরিয়ে যায়
তুমি বলেছিলে ভৈরবী হবে
আমি হব সন্ন্যাসি
একটি কথাও রাখোনি তুমি
এবার আমি মরতে চাই প্রাণপনে
মৃত্যুর দীর্ঘ্য যাত্রায় তোমার আলিঙ্গণে
©somewhere in net ltd.