নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংগীত মানুষকে পরম সূখী করতে পারে

হাসানমনজু

পৃথিবীতে ভাল গান শুনার জন্য বেঁচে আছি।স্রষ্টা যদি কান আর চোখ এ দুটির যে কনো এক জোড়া ফেরত চায় আমি চোখ জোড়া ফেরত দেবো। হাসান মাহমুদ মনজু

হাসানমনজু › বিস্তারিত পোস্টঃ

মানুষ : হাসান মনজু

১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৬

Man is a rope. tied between beast & superman. পশু অার অতি মানব যে দড়িতে বাঁধা, সেই দড়িটি হল মানুষ। সে দড়ি চলে গেছে গভীর এক খাদের ওপর দিয়ে।বিপজ্জনক এক পারাপার।দোদুল্যমান এক রজ্জু।দাঁড়াবার উপায় নেই। ফিরে তাকালেই বিপদ। পেরিয়ে যেতে হয়।এই মানুষকে অতিক্রম করতে না পারলে অাসল মানুষ হওয়া যায়না। পেরিয়ে যেতেই হবে।দুই পারে দুই দল মাণুষ দাঁড়িয়ে অাছে। অভিবাদন এবং নিন্দা,ভর্ত্সনা, তিরস্কার জানাতে।সবার হাতে ফুলের মালা দু এক জনের অাস্তিনে লুকানো কাঁটার মালাও। তবুও মানুষকে বিশ্বfস করতে হয়।বিশ্বাসে মিলায় বস্তু.....লালন সাঁঈজী লন্ঠন হাতে মানুষ খুঁজতে বেরিয়েছিলেন।তাঁর রচনায় অাছে পাবে সামান্যে কি তার দেখা ?
মানুষ চেনা দায় । কুকুর,বিড়াল,গরু,কাক,কোকিল সব প্রাণীরই শোনে চেনা যায় এমন একটি নির্দিষ্ট ডাক আছে ।কিন্তু মানুষের ডাক ভিন্ন ভিন্ন তাই মানুষ চেনা যায়না ।সব প্রাণীর একটি নির্দিষ্ট চরিত্র আছে।যেমন কুকুর ঘাড়া প্রভুভক্ত, গরু গৃহপালিত, বাঘ হিংস্র ,কবুতর নির্দিষ্ট সাথী ছাড়া জুটি বাঁধেনা । সৃষ্টি জগতে মানুষই সবার চেয়ে ব্যতিক্রম এবং সবচেয়ে বুদ্ধিমান প্রাণী । মানুষ চেনা জটিল এক বিষয়। অনেক সময় মানুষ নিজেকেই নিজে চিনতে পারে না । তাই বার বার আয়না দেখে নিজেকেই সন্ধান করে ফেরে। প্রেম, ভালবাসা, স্নেহ, প্রীতি,মায়া,মমতা,রাগ,অনুরাগ,মান,অভিমান, লোভ,লালসা,রিরংসা,দ্বেষ, খলতা, হিংসা,পরশ্রীকাতরতা ,ঈর্ষা,ক্রোধ,উন্মাদনা আবেগ,ক্ষোভ,বিদ্বেষ,বন্ধুবাৎসল্য,আধিপত্যবাদীতা,কর্তৃত্ববাদীতা মানুষের স্বভাবজাত চিত্তবৃত্তির প্রবৃত্তি এবং প্রকৃতি । মানুষ এমনই। যত তাদের কাছাকাছি যাওয়া যায়, ততই অবাক হতে হয়। খুব কাছের মানুষও কখনো খুব অচেনা হয়ে যায। আবার দূরের মানুষও সহজে আপন হয়ে যায় । ভালো মানুষের ভাব ধরে থাকা লোকটাও যে কত খারাপ হতে পারে, তা চিন্তাও করা যায় না। মুখে এক, মনে আরেক। এ শুধু মানুষের পক্ষেই সম্ভব।”

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.