![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার কথা শুনে মনে হলো
পৃথিবীটা গ্রোসারী সপ
সুখ যেন মুদিখানার পণ্য
পৃথিবী জুড়ে ঈশ্বর ভালবাসার এজেন্ট ঝেড়েছেন
দশ টাকার সুখ দশ টাকার আশা
ব্যাগ ভর্তি রাশি রাশি সুলভ ভালবাসা
তোমার সাথে তর্কে হেরে যাই
তুমি যুক্তিতে হেরে কাব্য করো
তোমার কাছে পরাজয় সেতো আমার জয়ই
নুতন করে পাবো বলে বারে বারে হারাই
আমার ভাষায় কুলোয়না
এমন কিছু শব্দ চাই নম্র ভদ্র
অথচ বর্শার ফলার মত তীক্ষ্ণ
যাতে হয় তোমার বুক বিদীর্ণ
পেলাম না কিছুতেই পেলাম না
আমার সব শব্দ তোমার মুঠোয় বন্দি
আমার চেযে বেশী তোমার সাথেই সন্ধি
আমার শব্দরা সীমা ছাড়ায়
এমন দুঃখের ক্ষণে গালিব সহায়
বন্ধু আজ কথা নয় কাঁদতে দাও
তিরষ্কার কোরোনা হৃদয়ের দুঃখভার
একটুতো খালি করতে দাও
আজ মৃত্যুপথযাত্রী বৃদ্ধের মত
শুধু একঘেঁয়ে জীবন ভাবনা
কিছুক্ষণ ভাললাগা বসে পাশাপাশি
কিছুক্ষণ ভালবাসা স্বপ্ন রাশি রাশি
তারপর চলে যাওয়া,বিদায় বেলা
পৃথিবী জুড়ে শুধু বিচ্ছেদের খেলা
চোখ ছল ছল মুখে বেদনার হাসি
শব্দে শব্দে কত ভালবাসাবাসি
ভালবাসা যেন দিগন্তের বলিরেখায়
আর মেঘেদের অস্থির দুরন্তপনায়
তারপর মিলিয়ে যায দূর নীলিমায়
Wahidul Huda Dalton : অসামান্য!!!!দাদা, আমার জন্য গান লিখে দেন। অদ্ভূত আপনার লেখনী!!অনুরোধ ফেলবেননা যেন দাদা। খুব কৃতজ্ঞ থাকব।
মঈন উদ্দীন বাপ্পী : অসাধারণ!
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩২
অবনি মণি বলেছেন: ভালবাসা যেন দিগন্তের বলিরেখায়
আর মেঘেদের অস্থির দুরন্তপনায়
তারপর মিলিয়ে যায দূর নীলিমায়