![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন করুন সুর কি শুনতে পাও ?
অতৃ্প্ত আত্মা,কাঁদে কাঁদুক,কাঁদতে দাও
কত বোঝাই জন্মান্তর দেবে নূতন পারাবার।
প্রতিটি অস্তিত্ব গড়ব আবার
মানুষ কি আসলে নিজেও জানে
ভাল আছে কিনা ? কোথায় মুক্তি ?
নিজেকে কখনো প্রশ্ন করেছো,আছে কোনও যুক্তি ?
মানুষ আগামী কাল ভাল থাকবে বলে ভাসিয়ে দেয়
আজকের সব অপ্রাপ্তী,দুঃখ বেদনা মেনে নেয়
সেই "আগামী" প্রতি দিন আজ হয়ে যায়
কখনো কি সেই আগামীর দেখা পায় ?
থাকতে থাকতে দুঃখ গুলো বন্দি পাখির মত
বুকের খাচায় পোষ মেনে যায়
তবে পাখিযে পাখিই,যতই বন্দি থাকুক
অস্থিত্বের গভীরে সব কিছু অটুট
সুখের সামনে দাঁড়িয়ে ডানা ঝাপটায়
মানুষ নতুন ভুলে ভুল শুধরাতে চায়
কেনযে উৎস থেকে মানুষ আচরনের নির্দেশ পায়
কখনো ভুল রক্তের প্রবনতা কখনো প্রবৃত্তির
এ রহস্য অপার সৃষ্টির
অভিনয় শেষে প্রতিটি মানুষ মঞ্চভীত অভিনেতা
চিকের আড়ালে দাঁড়িয়ে কন্যা জায়া পূত্র পিতা
জন্ম জন্মান্তরের কত জানা কত চেনা
আয়নায় নিজের ছবি তবুও কেমন অচেনা
অতীত মরে যায় বর্তমানের প্রচন্ডতায়
বিষাদ জন্ম নেয় সম্পর্কের অর্থহীনতায়
অর্ন্তযাত্র্রার উদ্দিষ্ট পথ দ্বিধাগ্রস্থ অনিশ্চয়তায়
আপন হারিয়ে যায় নতুন আপনে
ভালবাসার মৃত্যু নূতন আপনের বাণে
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৫ রাত ১০:৫৭
তৌফিক মাসুদ বলেছেন: দারুন অনুভুতির প্রকাশ, ভাল লাগল লাইনগুলো।